এই খবরটি পডকাস্টে শুনুনঃ
উসমানে ডেম্বেলে জায়গা পেয়েছেন ২০২৫ ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায়। পিএসজির হয়ে কাটিয়েছেন দুর্দান্ত মৌসুম। চ্যাম্পিয়ন্স লিগসহ জিতেছেন ঘরোয়া তিন শিরোপা। ফিফা ক্লাব বিশ্বকাপেও দলকে ফাইনালে তুলতে দারুণ ভূমিকা রাখেন ফরাসি তারকা। জানালেন, অর্জনের পিছের গল্প। তার স্বপ্নপুরণ হওয়ার পথে আছে লিওনেল মেসির ভূমিকার কথা।
২০১৮ বিশ্বকাপজয়ী ডেম্বেলে এবং আটবারের ব্যালন ডি’অ জয়ী মেসি একসাথে ২০১৭-১৮ মৌসুম থেকে ২০২০-২১ মৌসুম পর্যন্ত বার্সেলোনায় খেলেছেন। কাতলুনিয়ান সময়গুলোতে সাজঘরে বিশ্বকাপজয়ী মেসির পাশের লকার ব্যবহার করতেন ডেম্বেলে।
ডেম্বেলে সেইসব দিনের স্মৃতি টেনে বলেছেন, ‘বার্সেলোনায় প্রথমদিন থেকেই আমার সাথে মেসির সম্পর্ক খুব ভালো ছিল। আমাদের লকার ছিল পাশাপাশি। তিনি আমাকে সবসময়য় ভালো উপদেশ দিতেন। তিনি এমন একজন মানুষ ছিলেন যে, সহজেই বুঝে যেতেন আপনি কী চান। আমাকে স্বপ্ন পূরণের জন্য দৃঢ় হতে বলেছিলেন, বলেছেন লক্ষ্য নিশ্চিত করতে। এরপর তাকে মাঠে দেখতাম আর শিখতাম।’
‘তিনি ১০ নম্বর জার্সিতে খেলুন অথবা ৯, তার জায়গা বের করে নেয়ার কৌশল ছিল অসাধারণ। মাঝে মাঝে ৪-৫ মিনিট তাকে মাঠে দেখতেই পেতাম না, কিন্তু বলটা পায়ে গেলে তার জানা ছিল কী করতে হবে।’
ডেম্বেলের দুবছরের সন্তানের সাথে মেসির দেখা করানোর ইচ্ছা। বলেছেন, ‘আমি তো এখন থেকেই তাকে বলতে থাকি, দেখা করানোর কথা।’
২০২১ সালে মেসি পিএসজিতে যাওয়ার আগপর্যন্ত দুজনে একসাথে ৯৫ ম্যাচে বার্সায় জার্সি গায়ে জড়িয়েছেন। যার মধ্যে মেসির সাহায্যে ফরাসি তারকার গোল আছে ১০টি এবং ডেম্বেলেের সাহায্যে আর্জেন্টাইন মহাতারকা গোল করেছেন ৫টি।







