চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

রাবিতে ‘হাওয়া’ নিয়ে কথা বলবেন সুমন

এই সময়ের আলোচিত নির্মাতা মেজবাউর রহমান সুমন। প্রথম সিনেমা ‘হাওয়া’ নির্মাণ করেই সিনেপ্রেমী দর্শকের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন তিনি। সাম্প্রতিক চলচ্চিত্র ও ‘হাওয়া’ নিয়ে কথা বলতেই এবার এই নির্মাতা যাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ্ অ্যাকাডেমিক ভবনের ১৫০ নম্বর কক্ষে সুমন কথা বলবেন। যা আয়োজন করছে চলচ্চিত্রবিষয়ক গবেষণা পত্রিকা ‘ম্যাজিক লণ্ঠন’।

জানা গেছে, ‘সাম্প্রতিক চলচ্চিত্র প্রবণতাতে ‘হাওয়া’র গড়ে ওঠা/নির্মাণ’ শীর্ষক ‘ম্যাজিক লণ্ঠন কথামালা ১০’ শিরোনামে এ বক্তৃতায় অংশ নিবেন সুমন।

চলতি বছরে মুক্তি পাওয়া বাংলাদেশের আলোচিত ছবি ‘হাওয়া’। টানা চার মাস ধরে দেশের সিনেমা অঙ্গনে আলোচনার শীর্ষে মেজবাউর রহমান সুমন পরিচালিত ছবিটি।

তিন শতাধিক বিজ্ঞাপন, একগুচ্ছ প্রশংসিত নাটক বানিয়ে পরিচিতি পাওয়া নির্মাতা মেজবাউর রহমান সুমন। ‘হাওয়া’ তার প্রথম চলচ্চিত্র। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজসহ অনেকেই। সিনেমার বেশিরভাগ শুটিং হয়েছে সেন্টমার্টিন ও বঙ্গোপসাগরে।