২৪ ঘণ্টার মধ্যে দুইবার পুরস্কৃত মেহজাবীন!
আইসিটি ডিভিশন প্রেজেন্টস ‘চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২২’

গেল বছরে প্রচারিত চ্যানেল আইয়ের আলোচিত নাটক ‘পুনর্জন্ম ৩’ এর জন্য গত ২৪ ঘণ্টার মধ্যে দুইবার পুরস্কৃত হলেন তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। যা নিয়ে উচ্ছ্বসিত মেহজাবীন নিজেও।
শনিবার রাতে চ্যানেল আইয়ের চেতনা চত্বরে আয়োজিত আইসিটি ডিভিশন প্রেজেন্টস ‘চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২২’ অনুষ্ঠানে ‘পুনর্জন্ম ৩’ এর জন্য শ্রেষ্ঠ নাট্য অভিনেত্রীর পুরস্কার জিতে নেন মেহজাবীন। তার হাতে পুরস্কার তুলে দেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন।
এরআগে শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে ‘মেরিল-প্রথম আলো পুরস্কার-২০২২’ আয়োজনে তারকা জরিপে ‘সীমিতদৈর্ঘ্য কাহিনিচিত্র’ বিভাগে ‘পুনর্জন্ম ৩’ এর জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জিতে নেন মেহজাবীন।
২৪ ঘণ্টার মধ্যে দুইবার পুরস্কার পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অভিনেত্রী বলেন,”লাস্ট ২৪ ঘণ্টায় ‘পুনর্জন্ম ৩’ এর জন্য দুইটা এওয়ার্ড পেয়েছি। এটা আমার জন্য বিগ এচিভমেন্ট। সো আমার এওয়ার্ডের দিকে কেউ নজর দিও না।”

শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কারটি ছাড়াও আলোচিত নাটক ‘পুনর্জন্ম ৩’ এর জন্য শ্রেষ্ঠ নাট্যপরিচালক হিসেবে চ্যানেল আই-ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ।
ভিকি জাহেদ পরিচালিত তুমুল জনপ্রিয় এই সিক্যুয়ালটির অন্তিম পর্বও চলতি বছর দেখেছেন দর্শক। যথারীতি হয়েছে প্রশংসিত।
এরইমধ্যে নির্মাতা ঘোষণা দিয়েছেন ‘পুনর্জন্ম’র মূল চরিত্র রাফসান হককে নিয়ে স্পিন অফ সিরিজ নির্মাণের! যেটা দর্শক দেখতে পারবেন শুধুমাত্র ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে।
বিজ্ঞাপন