পরিযায়ী পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে মেহেরপুরের মাইলমারী পদ্মবিল। এলাকাবাসির প্রতিরোধে কমেছে পাখি শিকারিদের তৎপরতা। শীতের পাখিদের জলকেলিতে মুগ্ধ হন প্রকৃতি প্রেমী মানুষ। তবে মানব সৃষ্ট নানা কারনে হুমকির মুখে বিলের পরিবেশ ও জীববৈচিত্র। গোলাম মোস্তফার রিপোর্ট।






