সোমবার বিয়ের পিঁড়িতে বসছেন দেশের শোবিজের অন্যতম জনপ্রিয় মুখ মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীব। দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর চার হাত এক হলো এই জুটির! এদিন রাজধানীর অদূরে একটি রিসোর্টে হচ্ছে তাদের বিয়ের আয়োজন!
এরআগে রবিবার একই রিসোর্টে সম্পন্ন হয়েছে তাদের গায়ে হলুদের অনুষ্ঠান। এদিন রাতে সেই অনুষ্ঠানের একাধিক ছবি নেট মাধ্যমে ছড়িয়ে পড়তে দেখা যায়। যদিও এই আনুষ্ঠানিকতা নিয়ে শুরু থেকেই কড়া গোপীয়নতা বজায় রেখেছেন মেহজাবীন ও আদনান আল রাজীব।
সোমবার দুপুরে এলো মেহজাবীন ও রাজীবের বিয়ের লুক। অফিশিয়ালিই তারা বিয়ের ছবি শেয়ার করেছেন। মেহজাবীন লিখেছেন, কীভাবে রাজীবের সাথে পরিচয় থেকে পরিণয় হলো!
এরআগে বেশ কয়েকবার কানাঘুষা শোনা গিয়েছিলো যে, মেহজাবীন প্রেম করছেন নির্মাতা, প্রযোজক আদনান আল রাজীবের সঙ্গে! সেই বিষয়ে কখনো টুঁ শব্দটি করেননি এই জুটি। বরাবরই এসব প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন। সেই গুঞ্জনই এবার বাস্তবে রূপ নিলো!
মেহজাবীন ও রাজীবের ঘনিষ্ঠ সূত্রটি জানাচ্ছে, একযুগের বেশি সময় ধরে পরিচয় ও প্রেমের পর নির্মাতা আদনান আল রাজীবকে বিয়ে করতে যাচ্ছেন অভিনেত্রী মেহজাবীন।
আদনান-মেহজাবীনের ‘রিলেশনশিপ’-এর বিষয়টি মিডিয়াতে অনেকটাই ওপেন সিক্রেট ছিল! তবে প্রেমের সম্পর্ক নিয়ে আদনান-মেহজাবীন কেউই প্রকাশ্যে মুখ না খুললেও, একে অন্যের জন্য ‘বেস্ট চয়েজ’ ছিলেন বলে কৌশলে জানাতেন।
২০০৯ লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন মেহজাবীন চৌধুরী। এরপর নাটক, বিজ্ঞাপন এবং পরে ওটিটিতে দুর্দান্ত সব চরিত্রে অভিনয় করে মেহজাবীন ছোটপর্দার শীর্ষ অভিনেত্রী হয়ে ওঠেন।
গেল ডিসেম্বরে ‘প্রিয় মালতী’ ছবি দিয়ে তার সিনেমায় অভিষেক হয়। বর্তমানে নাটক কমিয়ে তিনি মনোযোগী হয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। সর্বশেষ গেল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) মুক্তি পেয়েছে তার নতুন ওয়েব ফিল্ম ‘নীল সুখ’।
আদনান আল রাজীব হলেন দেশের সুপরিচিত বিজ্ঞাপন নির্মাতা। মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান থেকে দেশের বড়বড় ব্র্যান্ডের বহু দর্শক প্রিয় টিভিসি তিনি নির্মাণ করে থাকেন। পাশাপাশি আদনান অল টাইম দৌড়ের উপর, বিকেল বেলার পাখি, মিডিল ক্লাস সেন্টিমেন্ট-সহ বহুল দর্শক নন্দিত নাটকও নির্মাণ করেছেন।
‘রান আউট ফিল্মস’ নামে একটি প্রডাকশন হাউজের কর্ণধার আদনান। প্রযোজনাও করে থাকেন। এমনকি মেহজাবীন অভিনীত ‘প্রিয় মালতী’র সহপ্রযোজক হিসেবেও আছেন রাজীব।








