২৭ বছরে পা রেখেছে চ্যানেল আই। ঘরোয়া আয়োজনে এ বছর চ্যানেল আইয়ের জন্মদিন পালিত হচ্ছে। এ উপলক্ষে সকালে চ্যানেল আই কার্যালয়ে এসেছিলেন ছোটপর্দার শীর্ষ জনপ্রিয় অভিনেত্রী ও লাক্সতারকা মেহজাবীন চৌধুরী।
চ্যানেল আই-কে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মেহজাবীন চ্যানেল আইকে ‘জীবনের অনেক বড় অংশ’ বলেও মন্তব্য করেন।
মেহজাবীন এদিন বলেন,“চ্যানেল আই আমার জীবনে কতটা অবদানে রেখেছে সেটা হয়তো ইন্টারভিউ দিয়ে প্রকাশ করতে পারবো না। তবে এই প্ল্যাটফর্ম আমার লাইফে সবকিছু দিয়েছে। চ্যানেল আইতে আমার জীবনের প্রথম নাটক প্রচার হয়েছে, প্রথম টিভি কমার্শিয়াল (টিভিসি) এই চ্যানেলে দেখেছি। এরপর এই চ্যানেলে আমার অনেক অনেক ভালো কাজ প্রচার হয়েছে। চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম (আইস্ক্রিন)-এ আমার পছন্দের সিরিজ ‘আমি কী তুমি’ রিলিজ হয়েছে।”
‘প্রিয় মালতী’ খ্যাত এই অভিনেত্রী এসময় আরো বলেন,“আমার ক্যারিয়ারে এত অবদান রেখেছে চ্যানেল আই, যা ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। চ্যানেল আই আমার জীবনের অনেক বড় অংশ।”
চ্যানেল আইয়ের কারণেই আজকের অবস্থানে পৌঁছাতে পারেন বলেও মন্তব্য করেন মেহজাবীন। তিনি বলেন,“চ্যানেল আই যদি আমার মধ্যে সেই আগ্রহ না দেখতো তাহলে আজকে আমার এই অবস্থানে আসা হতো না। শুরুর দিকে আমি অভিনয়কে অনেক ভয় পেতাম, তাই কাজ কম করতে চাইতাম। কিন্তু চ্যানেল আই আমাকে জোর করতো, যেমনটা বাবা-মায়ের শাসনের একজন মানুষ প্রকৃত মানুষ হয়। আমার শুরু থেকে চ্যানেল আই এভাবে শাসন ও গাইড করেছে।”
“আজকে এই অবস্থানে এসে বুঝতে পারছি শুরুর দিকে চ্যানেল আইয়ের এই শাসন আমার লাইফে কতটা অবদান রেখেছে।” বলেন মেহজাবীন।
ছোটপর্দায় এক দশকের বেশী সময় ধরে জনপ্রিয় মেহজাবীন। সম্প্রতি সিনেমাতেও পা রেখেছেন তিনি। ‘প্রিয় মালতী’র পর গেল সপ্তাহে মুক্তি পেয়েছে তার আরেক ছবি ‘সাবা’।








