এই খবরটি পডকাস্টে শুনুনঃ
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, পহেলা জুলাই থেকে ৫ আগস্ট কোন কোন গণমাধ্যমে শিক্ষার্থীদের সন্ত্রাসী অ্যাখ্যা দেওয়া হয়েছে, কোন কোন গণমাধ্যমে ফ্যাসিবাদী বয়ান তৈরি হয়েছে তা চিহ্নিত করা হবে।
আজ ২০ নভেম্বর বুধবার জাতীয় প্রেসক্লাবে ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই এর আয়োজনে ‘জুলাই গণহত্যায় গণমাধ্যমের ভূমিকা-জবাবদিহিতা ও সংস্কার প্রস্তাব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব একথা বলেন।
গণমাধ্যমে গত ১৬ বছর কার কী ভূমিকা ছিল তা নিয়ে গবেষণা প্রয়োজন বলে জানিয়ে প্রেস সচিব বলেন, আওয়ামী লীগ সরকারের করা সকল অপকর্ম দেশবাসীর কাছে সাংবাদিকদেরই তুলে ধরতে হবে।
আলোচনা সভা যোগ দেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও বিভিন্ন পর্যায়ের ছাত্র প্রতিনিধিরা। সভায় গণমাধ্যম সংস্কারে আটটি প্রস্তাব তুলে ধরে তা বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়।
অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব গণমাধ্যমসহ সাধারণ মানুষের কন্ঠ যেন ভবিষ্যতে আর কেউ চেপে ধরে রাখতে না পারে সে বিষয়ে সচেতন থাকার কথা বলেন।







