তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, অতীতের চেয়ে এখন গণমাধ্যম বেশি স্বাধীনতা ভোগ করছে। এই স্বাধীনতা টেকসই করার উদ্যোগ নেয়া হবে বলেও জানান তিনি। গণমাধ্যম কর্তৃপক্ষের সাথে বৈঠক শেষে তথ্য উপদেষ্টা আরও বলেন, আইনগত ও আর্থিক অনিয়মে জড়িত সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। তবে প্রক্রিয়ায় ভুল থাকলে তা সংশোধন করা হবে।






