আলোচনায় ছিল গত মৌসুমেই পিএসজি ছেড়ে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে যাবেন ফরাসি তারকা কাইলিয়ান এমবাপে। সেটি আর বাস্তবে রূপ নেয়নি। এবার লিওনেল মেসি দল ছাড়ার পর প্রকাশ্যে আসে এমবাপেও থাকবেন না ফরাসি চ্যাম্পিয়নদের সঙ্গে। তবে এমবাপেকে ধরে রাখতে ব্যক্তিগতভাবে কথা বলবেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
আগে থেকেই এমবাপের ইচ্ছা ছিল রিয়ালে যাওয়ার, শেষপর্যন্ত পিএসজির সঙ্গেই দুবছরের চুক্তি বাড়ান ২৪ বর্ষী তারকা। চুক্তিতে ছিল চাইলে আরও একবছর বাড়াতে পারবেন। কিন্তু খবর, তিনি পিএসজিকে চিঠি দিয়ে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন ২০২৪ সালের জুনে চুক্তির মেয়াদ পূর্ণ করে চলে যাবেন।
আগামী মৌসুমে যদি চুক্তি শেষে ফ্রি এজেন্ট হয়ে দল ছাড়েন এমবাপে, তাতে পিএসজি আর্থিক দিক থেকে কিছুই পাবে না। চুক্তি থাকা অবস্থায় আসছে মৌসুমের আগেই এমবাপেকে বিক্রি করলে আর্থিক দিক থেকে কিছুটা হলেও লাভবান হবে ক্লাবটি।
এমন বাস্তবতায় এমবাপেকে ধরে রাখার ব্যাপারে হস্তক্ষেপ করতে চান ফ্রান্সের প্রেসিডেন্ট। ম্যাক্রোঁ বলেছেন, ‘বিশেষ কিছু করার কোনো সুযোগ নেই আমার, তবে তাকে ধরে রাখতে আমি চেষ্টা করতে পারি।’








