চোটে পড়েছেন কাইলিয়ান এমবাপে। এতে সংশয়ে পড়েছে পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগে গুরুত্বপূর্ণ ম্যাচে বায়ার্ন মিউনিখের বিপক্ষে তাকে পাওয়া নিয়ে বাড়ছে শঙ্কা। আসছে ১৫ ফেব্রুয়ারি জার্মান জায়ান্টদের মুখোমুখি হবে ফরাসি জায়ান্টরা।
বুধবার রাতে লিগ ওয়ানে মন্টেপেলিয়েরকে ৩-১ গোলে হারিয়েছে পিএসজি। ম্যাচে চোট পান এমবাপে। দুই পেনাল্টি মিসের পর ২১ মিনিটে লিও লেরয়ের বাজে ট্যাকলের শিকার হন ফরাসি ফরোয়ার্ড। হাঁটু ও ঊরুতে চোট নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে।
এমবাপের চোটের গভীরতা এখনও জানানো হয়নি। তবে চোট নিয়ে উদ্বেগ দেখা গেছে ক্লাব ও সতীর্থদের মাঝে। ফরাসি ফরোয়ার্ডকে কতদিন ভুগতে হতে পারে তা জানা যাবে বৃহস্পতিবার স্ক্যানের পর।
ধারণা করা হচ্ছে, প্রায় দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হতে পারে এমবাপেকে। ৮ ফেব্রুয়ারি ফ্রেঞ্চ কাপে ও ১১ ফেব্রুয়ারি লিগ ওয়ানের ম্যাচেও পিএসজি ২৪ বর্ষী তারকাকে পাচ্ছে না সেটা অনেকটাই নিশ্চিত।
এমবাপের চোট পর্যবেক্ষণ করছেন পিএসজি কোচ ক্রিস্তোফ গালতিয়ের। বলেছেন, ‘এটা কি ক্ষত, এটা কি একটা আঘাত? আমরা এখনও জানি না। চোট খুব গুরুতর মনে হচ্ছে না। আমরা এতে চিন্তিত নই।’