চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ঘরের মাঠে দুর্দান্ত বাংলাদেশ, বলছে ইংল্যান্ডও

ঘরের মাঠে বাংলাদেশকে ‘দুর্দান্ত’ বলেছেন ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টুয়েন্টি কোচ ম্যাথিউ পটার মট। তৃতীয় টি-টুয়েন্টিতে হেরে হোয়াইটওয়াশ হয়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এমন স্বীকারোক্তি অস্ট্রেলিয়ান কোচের।

‘আমরা সত্যিই একটা ভালো শেষ চেয়েছিলাম এখানে। আমরা যা খেলেছি তার প্রেক্ষিতে দুর্দান্ত একটি সফর এটি, তবে বাংলাদেশ ঘরের মাঠে দুর্দান্ত দল। ভেবেছিলাম আজকে দল ভালো করবে, কিন্তু কোন এক কারণে ফিল্ডিংটা ঠিকঠাক হচ্ছিলো না। আমাদের জন্য একটি আনন্দদায়ক বিষয় হলো প্রথম ইনিংসের শেষ পাঁচ ওভার। জয়ের জন্য আমরা ভালো সুযোগও তৈরি করেছিলাম।’

মেহেদী হাসান মিরাজের অসাধারণ থ্রোতে বাটলারের রান আউটকে ম্যাচের টার্নিং পয়েন্ট মেনে ইংল্যান্ডের কোচ বলেছেন, ‘এটি চমৎকার একটি রান আউট ছিল। প্রকৃতপক্ষে আমি ক্রিজের অন্যপ্রান্তে দেখছিলাম এবং তখন হঠাৎ দেখলাম বেলের আলো জ্বলে উঠলো। পুরো কৃতিত্ব তার, সত্যি কথা বলতে এটাই ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল।’

‘টি-টুয়েন্টিতে আমরা আজকে যেভাবে হেরে সিরিজ শেষ করেছি তা আমাদের মুখে কিছুটা টক স্বাদ লেগে থাকার মতো। এই সিরিজ আমাদের জন্য চোখ খোলার মতো কাজ করবে যেখানে আমাদের উন্নতি করতে হবে।’ উপলদ্ধি মটের।

Labaid
BSH
Bellow Post-Green View