দ্বাদশ সংসদ নির্বাচনে নড়াইলের ১ ও ২ আসনের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনকে ঘিরে এলাকাজুড়ে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। অবাদ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রশাসনের তরফে পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে। দুপুর ১১টার দিকে নড়াইল-২আসনের নৌকার মাঝি মাশরাফি বিন মোর্ত্তজা সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে তার ভোট প্রদান করেন।







