ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগের হয়ে নিজ জন্মস্থান মাগুরা ১ আসন থেকে নির্বাচন করবেন সাকিব আল হাসান। রোববার মনোনয়ন প্রাপ্তির ঘোষণার আগেই মাশরাফী বিন মোর্ত্তজার সঙ্গে সাকিবের একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়।
তাতেই অনেকটা স্পষ্ট হয়ে যায় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবও হাঁটছেন মাশরাফীর পথে রাজনীতির ময়দানে।
পরে মাশরাফী দীর্ঘদিনের মাঠের সতীর্থ সাকিবকে নিয়ে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেন। নড়াইল ২ আসনের সংসদ সদস্য সাকিবের মুজিব কোট পরা একটি ছবি পোস্ট করেন।
সেটার ক্যাপশনে তিনি লেখেন, ‘ক্রিকেটের মতোই বিশাল হোক তোর এই পথচলা…। শুভকামনা নেতা…।’
রাজনৈতিক ক্যারিয়ারের শুরুতে জাতীয় দলে নিজের সাবেক সতীর্থ ও অধিনায়ক মাশরাফীর কাছ থেকে শুভকামনা পেলেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।
২০১৮ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল ২ আসন থেকে নির্বাচিত হন মাশরাফী। এবারও নড়াইল এক্সপ্রেস একই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।








