
সপ্তাহ পর ভারতে হতে চলা ওয়ানডে বিশ্বকাপের জন্য মঙ্গলবার বাংলাদেশের বিশ্বকাপ দল জানায় বিসিবি। তার আগে বোর্ড, সাকিব-তামিম প্রসঙ্গ, দল নির্বাচন, নানা ইস্যু নিয়ে বেশ আলোচনা তৈরি হয়।
একটা সময় সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকে দেখা যায় মিরপুরের বিসিবি অফিসে। অনেকের ধারণা ছিল সাবেক ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক হয়তো দল নির্বাচন বা সাকিব-তামিম ইস্যুর সমাধান করতে হাজির হয়েছেন। সেদিনের সেসময়ের পরিস্থিতি আসলে কি ছিল তা বাংলাদেশের অন্যতম সেরা অধিনায়ক সামনে আনলেন।
ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিওতে ম্যাশ জানালেন, ‘আমি ক্রিকেট বোর্ডের সেরকম পদমর্যাদার কেউ না। দ্বিতীয়ত আমি কিছুই না ক্রিকেট বোর্ডের। বোর্ড সভাপতি মহোদয় আমার সাথে কিছু কথা বলতে চেয়েছিল। এটা অবশ্যই সিলেকশন কেন্দ্রিক কিছুই না।’
‘হয়তো ক্রিকেট নিয়ে কিছুটা আলোচনা করতে চেয়েছিল। সেটা একান্তই ব্যক্তিগত এবং ব্যক্তিগত বিষয় নিয়ে এখানে কথা বলার কিছুই নেই। সুতরাং এখানে এমনকিছু ভাবার নেই যে, বাংলাদেশের সিলেকশন নিয়ে আমার সাথে আলোচনা হয়েছে।’
বিশ্বকাপের ঘোষিত দল নিয়ে বেশ আশাবাদী মাশরাফী। দলের বিষয়ে তার বক্তব্য, ‘অনেক কথা থাকলেও, একেক জনের মতামত একেক রকম থাকবে খুবই স্বাভাবিক। তবে আমার কাছে মনে হয়েছে দলটা খুব বেশি খারাপ হয়নি। কিছু কিছু জায়গায় অনেকের প্রশ্ন থাকতে পারে, সেগুলো নিয়ে পরে আলোচনা করা যাবে।’
বিজ্ঞাপন