এই খবরটি পডকাস্টে শুনুনঃ
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ও মেক্সিকোর লিগা এমএক্সের তারকাদের নিয়ে হতে চলেছে এক ম্যাচের শিরোপা নির্ধারণী মহারণ। যেখানে যুক্তরাষ্ট্র থেকে গঠিত দল এমএলএস অলস্টারের হয়ে নির্বাচিত হয়েছেন ইন্টার মিয়ামির লিওনেল মেসি ও জর্ডি আলবা। তবে অলস্টারের ম্যাচটিতে মেসি-আলবাকে খেলাতে চাননা দলটির কোচ হাভিয়ের মাশ্চেরানো। মৌসুমের টানা ম্যাচের ধকল কাটাতেই বার্সেলোনার দুই সাবেক সতীর্থকে বিশ্রামে রাখতে চান আর্জেন্টাইন কোচ।
যুক্তরাষ্ট্রের টেক্সাসের কিউটু স্টেডিয়ামে বৃহস্পতিবার হবে দুই লিগ থেকে তারকাদের নিয়ে গঠিত এমএলএস অলস্টার ও লিগা এমএক্স অলস্টারের ম্যাচটি। বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে লড়াই।
ইন্টার মিয়ামি রোববার মেজর লিগ সকারের ম্যাচে মুখোমুখি হবে নিউ ইয়র্ক রেড বুলসের। এক সপ্তাহের মধ্যে তাদের খেলতে হচ্ছে তিনটি ম্যাচ। একই সঙ্গে ক্লাব বিশ্বকাপে শেষ ষোলোতে পিএসজির বিপক্ষে হারের পর মিয়ামি লিগে পুরোপুরি মনোযোগ দিতে চায়। যে কারণে দলটির দুই তারকাকে অলস্টারের ম্যাচ থেকে বিশ্রামে রাখতে চান কোচ।
মেসি-আলবাকে খেলানো প্রসঙ্গে মাশ্চেরানো বলেছেন, ‘দুজনকেই ডাকা হয়েছে। তাদেরকে সাময়িক বিশ্রামে রাখতে চাই, তবে এটা আমার একার সিদ্ধান্ত নয়। অলস্টার গেমের গুরুত্ব বুঝি, কিন্তু ক্লাব থেকে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি। সবকিছু স্বাভাবিক আছে।’
দলের চোট সমস্যা নিয়ে কোচ বলেছেন, ‘আমি আসার পরে দলের অনেকেই ঊরুর চোটের সম্মুখীন হয়েছেন। শেষ ম্যাচে গোলরক্ষক অস্কার উস্তারিকে চোটের জন্য মাঠ ছাড়তে হয়। তাকে আমরা পরবর্তী ম্যাচে পাচ্ছি না। দেড় মাসে আমরা যেসব ম্যাচ খেলেছি তা সবই উত্তেজনাপূর্ন ছিলো। আমি গবেষক নই, তবে চোটের সমস্যা নিয়ে বেশ চিন্তিত।’








