এই খবরটি পডকাস্টে শুনুনঃ
যুক্তরাষ্ট্রের মেজর লিগে আটলাসের বিপক্ষে শেষ মিনিটের গোলে লিগ কাপের শুভসূচনা করেছে লিওনেল মেসির ক্লাব ইন্টার মিয়ামি। ম্যাচে মেসি গোল না পেলেও সতীর্থদের দিয়ে করান দুটি গোল। মেসির স্বদেশী বিশ্বকাপজয়ী রদ্রিগো ডি পল মিয়ামিতে নাম লেখিয়ে আটলাসের বিপক্ষে বুধবার খেলেন তার প্রথম ম্যাচ।
মিয়ামির কোচ হ্যাভিয়ের মাশ্চেরানো ডি পলকে নিয়ে বলেছেন, ‘দলে তার মতো একজনকেই দরকার ছিলো।’
‘ডি পল এক মাস ধরে খেলছেন না এরপরও তিনি দারুণ খেলেছেন।মাঝমাঠে বলের দখল নেন ভাবেই। তার উপস্থিতি দলের শক্তি আরও বাড়াবে।’
প্রথম ম্যাচেই ডি পল তার দক্ষতা ও শক্তিমত্ত্বা দেখিয়েছে। কোচের বিশ্বাস মিয়ামির হয়ে ভালো করবেন এ মিডফিল্ডার।







