এই খবরটি পডকাস্টে শুনুনঃ
আফগানিস্তানের বিপক্ষে কোনো টোটকা কাজে লাগেনি অস্ট্রেলিয়ার। সুপার এইটে প্রথম ম্যাচ জিতে অজিদের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করেছে রশিদ খানের দল। বেকায়দায় থাকা অজিরা অবশ্য নিজেদের উপর বিশ্বাস হারাতে চান না। অধিনায়ক মিচেল মার্শ বিশ্বাস রাখতে বলছেন, কারণ তাদের কিছু সেরা খেলোয়াড় আছে।
পরের ম্যাচে ভারতের বিপক্ষে জিততে আশাবাদী মার্শ বলেছেন, ‘বিষয়টি হচ্ছে নিজেদের উপর বিশ্বাস রাখা। আমরা এমনকিছু খেলোয়াড় পেয়েছি যারা ভালো খেলে এবং আমার বিশ্বাস তাদের সেরাটা দেবে। সুতরাং, আমাদের প্রয়োজন যেভাবেই হোক ওই খেলাটা বের করে আনতে হবে, যার জন্য দুদিন সময় আছে।’
‘আমরা অবশ্যই ফিল্ডিং নিয়ে গর্বিত। খেলোয়াড়দের ফিল্ডিং নিয়ে আমাদের প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। অন্য দক্ষতার মতো এ বিষয়টি নিয়েও কথা বলার দরকার নেই। আমরা ফিল্ডিংয়ে পরিকল্পনা কাজে লাগাতে পারিনি, ফলস্বরূপ আমাদের পরাজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সেটি।’
‘আমার মনে হয় এমন বাজে ফিল্ডিং ম্যাচ খুব একটা কাটাইনি এবং আমাদের অবিশ্বাস্য ফিল্ডার রয়েছে। সে হিসেবে এ ম্যাচের দিকে তাকানো সহজ। এমন সময়ের জন্য আমরা হতাশ, কিন্তু আমাদের হাতে ৩৬ ঘণ্টা সময় রয়েছে ঘুরে দাঁড়ানোর।’








