এই খবরটি পডকাস্টে শুনুনঃ
রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও এসেছে পরিবর্তন। নতুন বোর্ড সভাপতি হয়েছেন ফারুক আহমেদ। ভারত সিরিজ শেষে বরখাস্ত হয়েছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। অবসরের ঘোষণা দিয়ে দেশের মাটিতে শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন সাকিব আল হাসান। নিরাপত্তা শঙ্কায় দেশেই আসা হয়নি। নাজমুল হোসেন শান্ত সাউথ আফ্রিকা সিরিজের পর অধিনায়কত্ব ছাড়তে চেয়েছেন বলে খবর ছড়িয়েছে। সবমিলিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান পরিস্থিতিকে ‘দুর্ভাগ্যজনক’ বলছেন সাউথ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। তবে এসবে মনযোগ দিতে চান না তিনি।
মঙ্গলবার চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-সাউথ আফ্রিকা। সকাল দশটায় গড়াবে লড়াই। আগেরদিন সংবাদ সম্মেলনে এসে প্রোটিয়া তারকা বলেছেন এমন। জানিয়েছেন বিষয়টাতে মনোযোগ দিতে চান না তারা।
এক প্রশ্নের উত্তরে মার্করাম বলেন, ‘সত্যি বলতে, এটাতে আমরা খুব বেশি মনোযোগ দিচ্ছি না। আমাদের দলের পুরোপুরি বাইরের বিষয় এটি। আমরা সবসময় এমন একটা দল, যারা নিজেদের পরিবেশ শক্তিশালী ও স্বাস্থ্যকর রাখতে এবং ম্যাচের সময় পারফর্ম করতে তৈরি থাকি।’
‘আমরা যেহেতু জানি, পারফরম্যান্সটা কী হবে তা নিশ্চিত নয়, তবে আমরা পরিবেশটা অন্তত ভালো রাখতে পারি। বাংলাদেশ দল যা কিছুর ভেতর দিয়েই যাচ্ছে, তা দুর্ভাগ্যজনক, এটাতে আমাদের কিছুই করার নেই। আমরা চেষ্টা করব ভালো ক্রিকেট খেলার, এরপর দেখা যাক পাঁচ দিন পর কী হয়।’








