মেটার সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও মার্ক জাকারবার্গ এখন ২০০ বিলিয়ন বা ২০ হাজার কোটি ডলারের মালিক। সফটওয়্যার কোম্পানি ওরাকলের প্রধান নির্বাহী ল্যারি এলিসনকে টপকে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তৃতীয় স্থান দখল করেছেন মার্ক জাকারবার্গ।
ফরচুন জানিয়েছে, বর্তমানে ২০০ বিলিয়ন ডলারের ক্লাবে বিশ্বের মাত্র তিনজন অবস্থান করছেন। মার্ক জাকারবার্গ ছাড়াও এই তালিকায় আছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং টেসলার সিইও ইলন মাস্ক।
জানুয়ারি থেকে মেটার শেয়ারমূল্য বেড়েছে প্রায় ৬০ শতাংশ। এ বছর তাদের একেকটি শেয়ার ৫৬০ ডলারেও বিক্রি হয়েছে। এর প্রভাবে জাকারবার্গের সম্পদও বেড়েছে। চলতি বছরে তার সম্পদ বেড়েছে সাত হাজার ২০০ কোটি ডলার।
বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী ব্যক্তি অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজস। তার সম্পদের পরিমাণ এখন ২১৬ বিলিয়ন ডলার বা ২১ হাজার ৬০০ কোটি ডলার। চলতি বছর ই-কমার্স জায়েন্ট অ্যামাজনের শেয়ারমূল্য ২৮ শতাংশ পর্যন্ত বেড়েছে। এতে বেজসের সম্পদে যোগ হয়েছে তিন হাজার ৯০০ কোটি ডলার।
বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক এখন ২৬৫ বিলিয়ন ডলার বা ২৬ হাজার ৫০০ কোটি ডলারের মালিক। বছরের প্রথম ৯ মাসে তার সম্পদ বেড়েছে তিন হাজার ৬০০ কোটি ডলার। তালিকার চতুর্থ স্থানে থাকা ল্যারি এলিসনের সম্পদের পরিমাণ এখন ১৭৮ বিলিয়ন ডলার বা ১৭ হাজার ৮০০ কোটি ডলার।







