এই খবরটি পডকাস্টে শুনুনঃ
আন্তর্জাতিক মেরিটাইম একাডেমি (আইএমএ) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে বর্ণাঢ্য অ্যালামনাই ‘পুনর্মিলনী ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
বন্ধুত্ব আর সহমর্মিতার টানে সমুদ্র পাড়ি দিয়ে মিলনমেলায় মিলিত হয়েছেন দেশের বিভিন্ন মেরিন একাডেমির সাবেক ও বর্তমান ক্যাডেটরা। দীর্ঘদিনের বিচ্ছেদ, কঠোর প্রশিক্ষণ আর কর্মব্যস্ত জীবনের ফাঁকে এই আয়োজন হয়ে উঠে আবেগঘন পুনর্মিলন ও অভিজ্ঞতা বিনিময়ের এক অনন্য উপলক্ষ।
সম্প্রতি গাজীপুরের ক্যাম্পাসে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হক অ্যান্ড সন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হক চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএমএর কমান্ড্যান্ট ক্যাপ্টেন জাকি আহাদ, এফএনআই, ডেপুটি কমান্ড্যান্ট ক্যাপ্টেন শুভ্রত কুমার সাহা এবং বিআরটিআই-এর প্রিন্সিপাল ক্যাপ্টেন হাবিবুর রহমান খানসহ সামুদ্রিক খাতের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
দিনব্যাপী এ অনুষ্ঠানে অনুপ্রেরণামূলক বক্তব্য, আন্তরিক সাক্ষাৎ ও মতবিনিময়ের মধ্য দিয়ে সামুদ্রিক সম্প্রদায়ের পারস্পরিক বন্ধন আরও দৃঢ় হয়। আয়োজনে ইনস্টিটিউটের কয়েক শতাধিক ক্যাডেট অংশ নেন। কেউ এসেছেন জাহাজে কর্মরত অবস্থা থেকে ছুটি নিয়ে, কেউ আবার দেশের দূর-দূরান্ত থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে।
আয়োজনে ছিল স্মৃতিচারণ সভা, সাংস্কৃতিক পরিবেশনা, দলগত খেলা এবং ক্যাডেট জীবনের গল্প শোনানোর পর্ব। পুরোনো বন্ধুদের হঠাৎ দেখা পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি অনেকেই। কেউ কেউ আবার নিজেদের বর্তমান কর্মজীবনের অভিজ্ঞতা শেয়ার করে জুনিয়রদের উৎসাহিত করেন ভবিষ্যৎ নাবিক হিসেবে এগিয়ে যাওয়ার পথে।
মিলনমেলায় অংশ নেওয়া এক ক্যাডেট বলেন, “সমুদ্র আমাদের পেশা দিয়েছে, কিন্তু বন্ধুত্ব দিয়েছে জীবনের শক্তি। আজকের এই মিলনমেলা সেই বন্ধনেরই প্রমাণ।”
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এই আয়োজনের মূল লক্ষ্য শুধু আনন্দ নয়—ক্যাডেটদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত নেটওয়ার্ক এবং মানবিক বন্ধন আরও দৃঢ় করা।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আসিফ ইবনে হারুন, কোষাধ্যক্ষ আবদুল্লাহ ইবনে মিজান, কোষাধ্যক্ষ মো. আবু বকর সিদ্দিকী এবং প্রাক্তন ক্যাডেট শাফায়েত বিন আহমেদ তাদের বক্তব্যে ঐক্য, সহযোগিতা ও অ্যালামনাইদের সম্মিলিত ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।
দিনব্যাপী অনুষ্ঠান শেষে সমুদ্রের পাড়ে দলবদ্ধ ছবি তোলা ও স্মারক বিনিময়ের মধ্য দিয়ে শেষ হয় এই মিলনমেলা। অংশগ্রহণকারীদের মতে, এই আয়োজন তাদের শুধু পুরোনো স্মৃতি ফিরিয়ে দেয়নি, বরং নতুন করে অনুপ্রেরণা জুগিয়েছে জীবনের পরবর্তী পথচলায়।









