সেই ২০০৭ সালে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার মার্সেলো। এরপর পেরিয়ে গেছে দীর্ঘ বছর। মাঝে এসেছে কত শত লোভনীয় প্রস্তাব, রিয়ালের প্রেমে মজে অন্য কোথাও যাওয়ার কথা ভাবতে পারেনি মার্সেলো। অবশেষে বিদায় বলতে হয়েছে তাকে। বর্ণিল রিয়াল অধ্যায়ের শেষটাও হয়ে থাকল ইতিহাস।
চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা উঁচিয়ে ধরে বীর দর্পেই বিদায় বললেন রিয়াল কিংবদন্তি। যখন বিদায় নিচ্ছেন তখন তার নামের পাশে ঝলঝল করছে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ছাড়াও ২৫টি ট্রফি।
চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা উদযাপনের মঞ্চ প্রস্তুত করে রেখেছিল রিয়াল সমর্থকরা। বিদায় বলতে এর থেকে ভালো মঞ্চ হয়ত পেতেন না মার্সেলো। বিদায় বেলায় কিছুটা আবেগি হলেও রিয়ালের হয়ে শেষ বারের মতো শিরোপা উদযাপন উপভোগ করতে চান ৩৪ বর্ষী।
‘আমি খুব আনন্দিত একই সাথে কিছুটা আবেগি। আমার পক্ষে এই মুহূর্তে কথা বলা কঠিন কারণ, এখানে আমার পরিবার এবং সব সতীর্থদের দেখতে পাচ্ছি। এই শিরোপা আমাদের প্রাপ্য। পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছি। কখনও ভাবিনি যে এতকিছু অর্জন করতে পারব। এটি একটি দারুণ মুহূর্ত, সমর্থকদের অভিনন্দন জানাতে হবে তারা আমাদের সাথে সবসময় ছিল।’
রিয়ালের জার্সিতে অসামান্য কৃতিত্ব দেখিয়েছেন মার্সেলো। পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, চারটি ক্লাব বিশ্বকাপ, তিনটি ইউরোপিয়ান সুপার কাপ, ছয়টি লা লিগা শিরোপা, দুটি কোপা দেল রে ট্রফি ছাড়াও তার ঝুলিতে জমা হয়েছে পাঁচটি স্প্যানিশ সুপার কাপ শিরোপা। যা তাকে রিয়াল সমর্থকদের কাছে আলাদা করে চেনাবে প্রজন্মের পর প্রজন্ম।








