১৯৮৬ বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপাজয় ছাপিয়ে এখনও আলোচনায় শীর্ষে থাকে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ডিয়েগো ম্যারাডোনার সেই বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ গোল। পরে ম্যারাডোনার সুযোগ্য উত্তরসূরি লিওনেল মেসিও করে দেখিয়েছেন ‘হ্যান্ড অব গড’ গোল। ১৫ বছর আগে আজকের দিনেই, ২০০৭ সালের ৯ জুন এস্পানিওলের বিপক্ষে গোলটি করেছিলেন মেসি।
ম্যারাডোনার পর আর্জেন্টিনার জার্সিতে নিশ্চিতভাবেই সবার থেকে ব্যতিক্রম মেসি। রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকার ক্যারিয়ারজুড়ে একটাই আক্ষেপ, ম্যারাডোনার মতো বিশ্বকাপ শিরোপাটা উঁচিয়ে ধরা হয়নি।
তবে ম্যারাডোনার সেই বিখ্যাত গোলের স্মৃতি বার্সার জার্সিতে ফিরিয়ে এনেছিলেন মেসি। এস্পানিওলের বিপক্ষে পিছিয়ে পড়া ম্যাচে ৪১ মিনিটে ফুটবলবিশ্ব আরও একবার দেখেছিল ‘হ্যান্ড অব গড’ গোল। লাফিয়ে উঠে সেদিন বলে মাথা ছোঁয়াতে বলের খুব কাছে চলে গিয়েছিলেন মেসি, বল মাথা না ছুঁলেও হাত দিয়ে জালে ঠেলে গোল আদায় করেছিলেন। খালি চোখে রেফারির তা বোঝার সুযোগ ছিল না।
এস্পানিওল ফুটবলাররা জোর আবেদন জানালেও রেফারি শেষপর্যন্ত গোলের সিদ্ধান্ত দেন। ফুটবলবিশ্ব দেখে ‘হ্যান্ড অব গড’র মঞ্চায়ন। পরে টিভি রিপ্লেতে পরিষ্কার দেখা যায় মেসি অনুসরণ করেছেন ম্যারাডোনাকে, অর্থাৎ হাত কাজে লাগিয়েছেন।
১-১ গোলে সমতায় ফেরা ম্যাচে সেদিন পরে একাধিকবার গোল করার চেষ্টা চালিয়েও মেসি ব্যর্থ হয়েছিলেন। ফলে ড্র’য়ে শেষ হয় খেলা। অন্যদিকে বিশ্বকাপে ‘হ্যান্ড অব গড’ গোলের পর ফের গোল করে ২-১ ব্যবধানের জয়ে তুলে জাত চিনিয়েছিলেন ম্যারাডোনা।








