চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ইউনাইটেড ছাড়ার কথা বলতে ইংল্যান্ডে ফিরছেন রোনালদো

ম্যানচেস্টার ইউনাইটেডে নিজের ভবিষ্যৎ বিষয়ে আলোচনা সারতে ইংল্যান্ডে ফিরছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ওল্ড ট্রাফোর্ড ছাড়ার সিদ্ধান্তের কথা জানাতে কোচ টেন হাগের সাথে সরাসরি কথা বলতে চান সিআর সেভেন, খবর এমনই।

আসছে মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে ইউনাইটেড ছাড়তে চান রোনালদো, কিন্তু রেড ডেভিলরা তাকে যেতে দিতে নারাজ। ৩৭ বর্ষী পর্তুগিজ মহাতারকা সেই বিষয়েই ক্লাবের সঙ্গে আলোচনায় বসার জন্য প্রস্তুত। ইংলিশ জায়ান্টদের নতুন চুক্তির প্রস্তাব গ্রহণ না করার কথাও নাকি পরিষ্কারভাবে জানিয়ে দেবেন ওই বৈঠকেই।

পারিবারিক কারণে থাইল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় ইউনাইটেডের প্রাক-মৌসুম সফরে যাননি রোনালদো। নতুন কোচ এরিক টেন হাগের অধীনে এখনও কাজ করেননি।

গত মৌসুমে ষষ্ঠ স্থানে থেকে প্রিমিয়ার লিগ শেষ করেছিল ইউনাইটেড। চ্যাম্পিয়ন্স লিগে উঠতে ব্যর্থ হয়। খেলতে হবে ইউরোপায়। রোনালদো চ্যাম্পিয়ন্স লিগে খেলা চালিয়ে যাওয়ার জন্যই একটি স্থায়ী ট্রান্সফার চাইছেন।

ইউনাইটেড অবশ্য তাদের আগের অবস্থানে অনড়। তাদের সাফ কথা- রোনালদো বিক্রির জন্য নয় এবং তিনি ২০২২-২৩ মৌসুমের ক্যাম্পেইনে ক্লাবের গুরুত্বপূর্ণ অংশ থাকবেন।

রেড ডেভিলরা যে রোনালদোকে রাখার জন্য মরিয়া, মুখোমুখি আলোচনায় সেটি বোঝানোর চেষ্টা করবেন টেন হাগ।

অন্যদিকে, বার্সেলোনা থেকে ধারে আনা অ্যান্তনিও গ্রিজম্যানকে ছেড়ে দিতে চাচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ফ্রেঞ্চম্যানকে ন্যু ক্যাম্পে একটু আগেভাগে ফিরিয়ে দিয়ে মূলত টাকা জমাতে চাচ্ছে স্প্যানিশ ক্লাবটি। রোজা ব্লাঙ্কোসদের লক্ষ্য ম্যানচেস্টার থেকে রোনালদোকে ফের স্পেনে আনা।

শেষপর্যন্ত রোনালদোকে ছাড়তে বাধ্য হতে হলে কেবল আসছে মৌসুমের জন্য সিআর সেভেনকে যেতে দেবে ইউনাইটেড। এক মৌসুমের জন্য তাকে ধারে ছাড়তে ইচ্ছুক ক্লাবটি, আসছে এমন খবরও। বর্তমান চুক্তিতে আরও ১২ মাস ওল্ড ট্রাফোর্ডে থাকার কথা রোনালদোর।