এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ফুলহ্যামকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৪-২৫ মৌসুম শুরু করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচেই হার দেখেছে ইংলিশ জায়ান্ট ক্লাবটি। ব্রাইটনের কাছে ২-১ গোলে হেরেছে এরিক টেন হাগের দল।
ঘরের মাঠে ব্রাইটনের হয়ে গোল দুটি করেন ড্যানি উইলব্যাক ও জোয়াও পেদ্রো। ইউনাইটেডের হয়ে একমাত্র গোলটি করেন আমাদ দিয়েলো।
ব্রাইটনের মাঠে বল দখলে আধিপত্য ছিল ইউনাইটেডের। তবে স্বাগতিকরাই আগে লিড পায়। ৩২ মিনিটে কৌরু মিতোমার পাস থেকে বল নিয়ে স্বাগতিকদের এগিয়ে নেন ড্যানি উইলব্যাক। লিড ধরে রেখেই বিরতিতে যায় দলটি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই মানচেস্টারকে সমতায় ফেরান আমাদ। ৫০ মিনিটে মাজরাউইয়ের পাশ থেকে বল জালে পাঠান আইভেরি কোস্ট ফরোয়ার্ড। ৭০ মিনিটে দ্বিতীয়বার জালের দেখা পেয়েছিল ইউনাইটেড। আলেহান্দ্রো গার্নাচোর শট ঠেকিয়ে দিলে ফিরতি বল পান জসুয়া জির্কেজি। বল জালে পাঠালেও অফসাইডের ফাঁদে পড়েন এই ফুটবলার। ভিএআর গোল বাতিল করে দেয়। তাতে আর লিড পাওয়া হয়নি সফরকারী দলটির।
ম্যাচের শেষ দিকে জয়সূচক গোলটি পায় ব্রাইটন। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে সিমন আন্দিগ্রার পাস থেকে গোল করেন জোয়াও পেদ্রো। পরে ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক দল।








