এই খবরটি পডকাস্টে শুনুনঃ
কয়েক বছর ধরে মাঠের পারফরম্যান্সে অন্যতম সফল দল ম্যানচেস্টার সিটির সম্প্রতি দিন ভালো যাচ্ছে না। সবশেষ ১০ ম্যাচে কেবল এক ম্যাচে জিতেছে পেপ গার্দিওলার দল। সময় খারাপ গেলেও গত অর্থবছরে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে ক্লাবটি।
গত অর্থবছরে (১ জুলাই ২০২৩ থেকে ৩০ জুন ২০২৪ পর্যন্ত) প্রিমিয়ার লিগের রেকর্ড ৭১ কোটি ৫০ লাখ পাউন্ড আয় করেছে ম্যানচেস্টার সিটি। এর আগের অর্থবছরে ৭১ কোটি ২৮ লাখ পাউন্ড আয় করেছিল দলটি। বিবৃতিতে ম্যানসিটি জানিয়েছে বিষয়টি।
গত মৌসুমে টানা চতুর্থবারের মতো প্রিমিয়ার লিগ জয়ের পাশাপাশি ক্লাব বিশ্বকাপ ও ইউরোপিয়ান সুপার কাপ জয় করে ইংলিশ জায়ান্ট ক্লাবটি। এতে ক্লাবের আয় ২২ লাখ পাউন্ড বৃদ্ধি পায়।
সিটির এই লাভের যাত্রাটা চলছে ২০১৪-১৫ থেকে (কোভিড মহামারির ২০১৯-২০ মৌসুম বাদে)। গত অর্থবছরে নিজেদের রেকর্ড আয়ের পেছনে বড় ভূমিকা রেখেছে খেলোয়াড় ও কর্মীদের বেতনখাতে ব্যয় কমার বিষয়টি। বেতনবাবদ এই সময়ে সিটির ব্যয় এক কোটি তিন লাখ পাউন্ড কমে হয়েছে ৪১ কোটি ২৬ লাখ পাউন্ড। ফলে কর দেয়ার আগে তাদের লভ্যাংশ দাঁড়িয়েছে ৭ কোটি ৩৮ লাখ পাউন্ডে।
গত কয়েক বছরে আকাশছোঁয়া সাফল্য পাওয়া ক্লাবটির এবার মাঠে সময়টা ভালো কাটছে না। সব প্রতিযোগিতা মিলিয়ে গত ১০ ম্যাচে জিতেছে মাত্র একটি, হেরেছে সাতটি, ড্র করেছে দুটি। প্রিমিয়ার লিগের টেবিলে নেমে গেছে চতুর্থ স্থানে। চ্যাম্পিয়ন্স লিগে নেমেছে ২২ নম্বরে।








