এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচের দায়িত্ব নিয়ে জয় পাচ্ছেন রুবেন আমোরিম। ম্যানচেস্টারের খেলা তিন ম্যাচের কোনটিতে হারেননি। সবশেষ ওল্ড ট্রাফোর্ডে এভারটনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তার শিষ্যরা। বৃহস্পতিবার ইউনাইটেডের বিপক্ষে নামার আগে আমোরিমকে নিতে ইতিবাচক বার্তা দিয়েছেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা।
আমোরিমের খেলার ধরণ ও প্রভাব সম্পর্কে আর্তেতা বলেছেন, ‘ইতিমধ্যে তার কৌশলের ছাপ দেখতে পাবেন, তিনি কী করতে চান। তার পরিকল্পনার বিষয়টি একদম স্পষ্ট। তিনি অনেক বছর ধরে স্পোর্টিংয়ে যা করেছেন সেটা অসাধারণ। একটি নতুন ক্লাব এবং খেলোয়াড়দের মধ্যে শক্তি নিয়ে আসা ইতিবাচক। তবে আমাদের লক্ষ্যে স্পষ্ট থাকতে হবে।’
‘এই কাজটি খুবই অপ্রত্যাশিত। আমি সামাজিকভাবে বিশেষ পরিস্থিতিতে মৌসুমের মাঝামাঝি একটি নতুন চাকরিতে যোগ দিয়েছিলাম। তারপর কোভিড এলো। আপনার পরিকল্পনায় থাকা সবকিছু করতে পারবেন, কিন্তু ফুটবলে ভিন্ন কিছুর মোকাবেলা করতে হবে। যেভাবে এসেছিল সেভাবেই এটার সমাধান করতে হবে।’
ইংলিশ প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার রাতে নামবে জায়ান্ট দুদল। আর্তেতার লক্ষ্য জয়ের মাধ্যমে শীর্ষের লিভারপুলকে চাপে রাখা। অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের লক্ষ্য আমোরিমের নেতৃত্বে জয়ের ধারা অব্যাহত রাখা।







