চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

লিভারপুলকে দাঁড়াতেই দিলো না ম্যানসিটি

শুরুটা দারুণ করলেও ম্যানচেস্টার সিটির সামনে দাঁড়াতে পারেনি লিভারপুল। পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় নিয়েই মাঠ ছেড়েছে ম্যানসিটি। এই জয়ে প্রিমিয়ার লিগ শিরোপার দৌঁড়ে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমালো পেপ গার্দিওলার দল।

শনিবার সন্ধ্যায় প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচটিতে ইয়ূর্গেন ক্লপের দলকে ৪-১ ব্যবধানে হারিয়েছে সিটিজেনরা। স্বাগতিকদের হয়ে একটি করে গোল করেছেন হুলিয়ান আলভারেজ, কেভিন ডি ব্রুইনা, গুন্দুগান ও জ্যাক গ্রিলিশ। অলরেডসদের একমাত্র গোলটি করেছেন মোহাম্মেদ সালাহ।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

ইতিহাদ স্টেডিয়ামে বড় জয়ে আর্সেনাল থেকে মাত্র ৫ পয়েন্ট পিছিয়ে ম্যানসিটি। ২৮ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে সিটি। সমান ম্যাচ খেলে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। অন্যদিকে এক ম্যাচ কম খেলে ৪২ পয়েন্ট নিয়ে ছয়ে লিভারপুল।

ম্যাচটিতে প্রিমিয়ার লিগের কোচ হিসেবে ঘরের মাঠে সবচেয়ে দ্রুততম শততম জয়ের রেকর্ড গড়েছেন গার্দিওলা। ১২৮ ম্যাচে মাইলফলকটি স্পর্শ করেন সিটি বস। আগের দ্রুততম ছিল ১৩৯ ম্যাচে আর্সেন ভেঙ্গারের।

চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় প্রিমিয়ার লিগের ম্যাচটিতে সিটির জার্সিতে ছিলেন না আর্লিং হালান্ড। তবে নওরয়ে তারকার অভাব বুঝতে দেননি আলভারেজ-ডি ব্রুইনারা। শুরু থেকেই চাপে রেখেছিল লিভারপুলকে। একাদশ মিনিটে সুযোগ আসলে তা হাতছাড়া হয়। তবে ১৭ মিনিটে এগিয়ে যায় লিভারপুল। জটার বাড়ানো বলকে জালে পাঠান সালাহ।

১০ মিনিট পরেই সমতায় ফেরে সিটি। গ্রিলিশের পাস থেকে গোল করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড আলভারেজ। এরপর ১-১ সমতাতে বিরতিতে যায় দুইদল।

দ্বিতীয়ার্ধের শুরুতে লিড পায় সিটি। ৪৬ মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন ডি ব্রুইনা। ৫৩ মিনিটে ব্যবধান বাড়ান গুন্দুগান। ৭৪ মিনিটে চতুর্থ গোল করেন গ্রিলিশ। এরপর কোনো দলই গোলের দেখা না পাওয়ায় ম্যাচ শেষ হয় ৪-১ ব্যবধানে সিটির বড় জয়ে।