চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

হালান্ডকে অন্যরকম চ্যালেঞ্জ জার্মান মডেলের

KSRM

ম্যানচেস্টার সিটির ট্রেবলজয়ী স্ট্রাইকার আর্লিং হালান্ডকে ৪০০ মিটার স্প্রিন্টে দৌড়ানোর চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন জার্মানির নারী অ্যাথলেট ও মডেল অ্যালিসা শ্মিট। ২৪ বর্ষী অ্যালিসা ‘বিশ্বের সবচেয়ে আবেদনময়ী’ অ্যাথলেট হিসেবে পরিচিত।

হালান্ডকে চ্যালেঞ্জ দিতে গিয়ে অ্যালিসা শ্মিট বলেছেন, ‘আমি মনে করি ৪০০ মিটার, হ্যাঁ, ওটাতেই। ২০০ মিটারে, এটা বেশ কঠিন হতে পারে। কিন্তু আমি খুব খুশি হবো যদি রেসটি হয়। আমি জানি না, তাকে জিজ্ঞাসা করতে হবে। কিন্তু আমি সবসময় প্রস্তুত আছি। সুতরাং, হালান্ড, যদি তুমি দৌড়াতে প্রস্তুত থাকো, তাহলে আমি খুশি হবো। দেখা যাক কে প্রথম হয়!’

২০২১ সালে অ্যালিসা বরুসিয়া ডর্টমুন্ডের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার ম্যাট হামেলসের সাথে এমনই একটি প্রতিযোগিতায় নামেন এবং সহজে জিতে যান। হামেলস স্বীকার করেছিলেন তার স্বদেশী ‘খুব সহজেই’ এটি সম্পন্ন করেছে। সেসময় হামেলসের বয়স ছিল ৩২ বছর।

২০২২-২৩ মৌসুমে প্রতি ঘণ্টায় ২২.৫ মাইল বেগে দৌড়েছিলেন হালান্ড, যা সিটির মৌসুমে ট্রেবল জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ওই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫২ গোল করেছেন নরওয়ের তারকা। তার গতি যেকোনো ক্লাবের ডিফেন্সের জন্য ভয়ংকর ছিল।

২০২৩ ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের জন্য হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে রয়েছেন অ্যালিসা। ৪০০ মিটার ইভেন্টে জার্মান তারকার গড় গতি প্রতি ঘণ্টায় ১৭ মাইল।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View