সৌদি আরবে স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় সেমিতে রিয়াল মাদ্রিদের কাছে ৩-০ গোলে হারে মায়োর্কা। সেই ম্যাচ দেখতে গিয়ে হয়রানির শিকার হয়েছেন দলটির খেলোয়াড়দের পরিবারের সদস্যরা। জেদ্দায় বৃহস্পতিবার রাতের ম্যাচের পর স্থানীয় সমর্থকদের বিরুদ্ধে হেনস্তা করার অভিযোগ করেছেন মায়োর্কার দুই খেলোয়াড়ের স্ত্রী।
মায়োর্কার মিডফিল্ডার দানি রদ্রিগেজের স্ত্রী ক্রিস্টিনা পালভারা জানান, ম্যাচ শেষে কিং আবদুল্লাহ স্টেডিয়াম ছাড়ার সময় তাকে এবং গোলকিপার ডমিনিক গ্রিফের স্ত্রীকে হয়রানি করেন স্থানীয় কিছু পুরুষ সমর্থক।
স্প্যানিশ সংবাদ মাধ্যমে পালভারা বলেছেন, ‘স্টেডিয়াম থেকে বের হওয়াটা ছিল বেশ জটিল। আমরা সন্তানদের নিয়ে একা ছিলাম এবং কোনো নিরাপত্তা ছিল না। সত্যিটা হল, এই দেশের কিছু পুরুষ খুব কাছ থেকে আমাদের ছবি তোলা শুরু করে এবং হয়রানি করেছে। ডমিনিক গ্রিয়েফের স্ত্রী নাতালির সঙ্গেও একই ঘটনা ঘটেছে। আমার মেয়ে তখন ঘুমিয়ে পড়েছিল। খুবই অস্বস্তি লেগেছে আমাদের। আমাদের রক্ষা করার মতো কেউ ছিল না। বের হওয়াটা ছিল খুবই বাজে।’
গ্রিয়েফের স্ত্রী নাতালিয়া কালুজোভা বলেছেন, ‘কিছু পুরুষ আমাদের ভিডিও করেছে, ধাক্কা দিয়েছে, অযাচিতভাবে ছুঁয়েছে, আমাদের মুখের ওপর ফোন ধরেছে এবং ভিডিও করেছে।’
মায়োর্কার ক্লাব অফিসিয়ালদের পক্ষ থেকে বলা হয়েছে, স্টেডিয়াম থেকে বের হওয়ার সময় প্রায় ২৫০ জন হয়রানির শিকার হয়েছেন। মাঠে থাকা দলটির অন্যান্য সমর্থক এবং স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলোও একই অভিযোগ তুলেছে।







