মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু মালদ্বীপ থেকে সৈন্য প্রত্যাহারের জন্য ভারতকে ১৫ মার্চ পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। মোহাম্মদ মুইজ্জু প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর চীনে তার প্রথম রাষ্ট্রীয় সফরে শি জিনপিংয়ের সাথে সাক্ষাতের কয়েকদিন পরেই এই ঘোষণা আসলো।
এনডিটিভি এতথ্য জানিয়েছে।
মালদ্বীপের প্রেসিডেন্ট বলেছেন, দেশটিতে অবস্থানরত ভারতীয় সামরিক কর্মীদের ১৫ মার্চের মধ্যে দেশ ছেড়ে চলে যেতে হবে।
প্রেসিডেন্টের কার্যালয়ের পাবলিক পলিসি সেক্রেটারি আবদুল্লাহ নাজিম ইব্রাহিম বলেছেন, ভারতীয় সামরিক কর্মীরা ১৫ মার্চের পর আর মালদ্বীপে থাকতে পারবে না। এটি প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুইজ্জু এবং তার প্রশাসনের নীতি।
মালদ্বীপে প্রায় ৮৮ জন ভারতীয় সেনা অবস্থান করছেন। এর আগে, প্রেসিডেন্ট নির্বাচনের সময় মুইজ্জু ভারতকে মালদ্বীপ থেকে তাদের সেনা প্রত্যাহার করার আহ্বান জানান এবং বলেন, জাতিকে নিশ্চিত করতে হবে যে তাদের মাটিতে কোনও বিদেশি সেনাবাহিনীর উপস্থিতি নেই। নির্বাচনে মুইজ্জু তার ‘ইন্ডিয়া আউট’ প্রচারণার মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন এবং তাকে চীনপন্থী বলে মনে করা হয়।







