আরবাজ খানের সঙ্গে ভালোবাসার বিয়ে টেকেনি। ডিভোর্সের আগেই অর্জুন কাপুরের হাত ধরেছিলেন মালাইকা। টিকলো না সেটাও। এবার ৫০ পেরিয়ে নতুন প্রেমের জল্পনা উস্কে দিলেন মালাইকা।
স্পেনের সমুদ্র সৈকতে এক সুদর্শনের সঙ্গে সময় কাটাচ্ছেন মালাইকা। সামাজিক মাধ্যমে দিয়েছেন সেই ছবিও। তবে সেই পুরুষের চেহারা স্পষ্ট করে বোঝা যায়নি।
আপাতত সেই রহস্যময় পুরুষের খোঁজে নেটিজেনরা। স্পেনে ছুটি কাটানোর নানান মুহূর্ত ইনস্টাগ্রামে তুলে ধরেছেন। রয়েছে খাবারের ছবি, মালাইকার হাতে ধরা পানীয়র গ্লাস আর স্পেনের নৈসর্গিক সৌন্দর্য। তবে যে ছবিতে চোখ আটকে নেটিজেনদের, তা হল সমুদ্র সৈকতের সামনে দাঁড়িয়ে থাকা সাদা শার্ট পরা এক পুরুষ। ছবিটি অস্পষ্ট হলেও তিনি যে মালাইকার সঙ্গে রয়েছেন তা বুঝতে অসুবিধা হচ্ছে না কারও।
গত মাসের শেষের দিকে অর্জুনের ৩৯ তম জন্মদিনেই স্পষ্ট হয়ে যায় মালাইকার সঙ্গে নায়কের ব্রেকআপ জল্পনা মিথ্যে নয়। অর্জুনের ঘরোয়া জন্মদিনের পার্টিতে পাশে ছিলেন না মালাইকা, আসেনি শুভেচ্ছা বার্তাও। মাস দুয়েক আগেই তাদের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছিল পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দুজনে।
অর্জুনের জন্মদিনের দিন সোশ্যালে ইঙ্গিতপূর্ণ পোস্ট শেয়ার করেছিলেন মালাইকা। তবে ঘুরে দাঁড়াতে তৈরি তিনি, সেই ইঙ্গিতও দিয়েছিলেন। বিচ্ছেদ যন্ত্রণা সামলে জীবনে এগিয়ে যাওয়ায় বিশ্বাসী মালাইকা। তবে এত দ্রুত নতুন মনের মানুষ খুঁজে নেবেন মালাইকা, তা কেউ ধারণা করেনি।
সূত্র: ইন্ডিয়া টুডে








