চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মার্কিন জেরার মুখে টিকটকের সিইও

মার্কিন কংগ্রেসের আইনপ্রণেতাদের জেরার মুখে পড়েছে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক এবং প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী (সিইও) শাও জি চিউ।

আইনপ্রণেতাদের দাবি, টিকটকের ব্যবহার যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও শিশুদের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে। চীনা মালিকানার এই অ্যাপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারেও সহমত জানান আইনপ্রণেতারা।

বাইডেন প্রশাসন বলছে, টিকটকের মাধ্যমে চীনা সরকার খুব সহজেই তথ্য হাতিয়ে নিতে পারছে। তবে জেরার মুখে প্রধান নির্বাহী বলেন, টিকটক কোনো নিরাপত্তা হুমকি নয়। এর ব্যবহার শুধুই সৃজনশীল কাজের মধ্যে সীমাবদ্ধ। টিকটক সিইও আরও জানিয়েছেন, তাদের অ্যাপের মাধ্যমে বহু মার্কিনীর কর্মসংস্থান হয়েছে। মার্কিন কংগ্রেসের আইনপ্রণেতারা হুমকি দিয়েছে টিকটক বেইজিংয়ের কর্তৃত্ব থেকে সরে না এলে অচিরেই যুক্তরাষ্ট্রে বাধার মুখে পড়তে পারে।