চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

‘নিজেদের আরও নতুনভাবে উপস্থাপনের সুযোগ তৈরী হলো’

ওটিটি প্লাটফর্ম ‘আইস্ক্রিন’ এর গালা ইভিনিংয়ে মেহজাবীন চৌধুরী

লাক্স চ্যানেল আই সুপারস্টার এর মাধ্যমে শোবিজ দুনিয়ায় পা রেখেছিলেন এই সময়ের তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। চ্যানেল আইয়ের ওটিটি প্লাটফর্ম এর আনুষ্ঠানিক যাত্রার দিনে তাই তিনি এসেছিলেন শুভ কামনা জানাতে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শেরাটন হোটেলে লাল গালিচায় হেঁটে বর্ণিল গ্র্যান্ড বলরুমে প্রবেশ করেন মেহজাবীন। উপলক্ষ্য চ্যানেল আইয়ের ওটিটি প্লাটফর্ম ‘আইস্ক্রিন’ এর ইভিনিং গালা! অনুষ্ঠান শুরুর আগ মুহূর্তে তিনি জানান আইস্ক্রিনের কাছে নিজের প্রত্যাশার কথা।

আইস্ক্রিন নিয়ে আশাবাদী মেহজাবীন চৌধুরী বলেন, ‘আমার জায়গা থেকে আমি খুব আশাবাদী। আইস্ক্রিনের মাধ্যমে আমাদের ইন্ডাস্ট্রিতে একটা নিউ স্টার্ট হতে যাচ্ছে। এরমাধ্যমে আমাদের নির্মাতা ও শিল্পীরা নিজেদের আরও নতুনভাবে উপস্থাপনের সুযোগ পেলেন।’

প্রত্যাশার কথা জানিয়ে মেহজাবীন বলেন, ‘আইস্ক্রিনের জন্য অনেক শুভ কামনা। তাদের কাছে প্রত্যাশা থাকবে, এই প্লাটফর্মে এমন এমন গল্প বলা হোক, যা দর্শক হিসেবে আমাদের আগে দেখার সুযোগ হয়নি। নির্মাতা শিল্পী কলাকুশলীরাও যেন নিজেদের সেরাটা দেয়ার সুযোগ পায়।’

মেহজাবীন বলেন,‘আমি চ্যানেল আই পরিবারের একজন। আমার শুরুটাই তাদের সাথে। তাদের চোখের সামনে আমি যতোটুকু কাজ করতে পেরেছি, সব সময় চ্যানেল আইয়ের দোয়া ছিলো।’

Labaid
BSH
Bellow Post-Green View