চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে নিউজিল্যান্ড। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ১ বলে জানা গেছে। একইসঙ্গে জারি করা হয়েছে সুনামি সতর্কতাও। রয়টার্স এক প্রতিবেদনে তথ্যটি নিশ্চিত করেছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল নাগাদ ভূমিকম্পটি আঘাত হানে। যার উৎপত্তিস্থল কারমাডেক দ্বীপ বলা হচ্ছে। ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। ভূমিকম্পটির কেন্দ্র নিউজিল্যান্ডের মূল ভূখণ্ড থেকে ১ হাজার কিলোমিটার উত্তরপূর্বে।

Bkash July

ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র থেকে ভূমিকম্পের কেন্দ্রস্থলের ৩০০ কিলোমিটারের মধ্যে সুনামি সতর্কতা জারি করা হয়েছে । সতর্কতায় আরও জানানো হয়েছে, কারমাডেক দ্বীপের কোনো কোনো স্থানে ০ দশমিক ৩ মিটার থেকে ১ মিটার উচ্চতার সুনামি হতে পারে।

ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

Labaid
BSH
Bellow Post-Green View