এই খবরটি পডকাস্টে শুনুনঃ
মাঘ মাসের শেষের দিকে এসে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। আজ এই জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে রেকর্ড করা হয়েছে।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক কর্মকর্তা রকিবুল হাসান জানান, আজ (৮ ফেব্রুয়ারি) শনিবার সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং আজ বাতাসের আর্দ্রতা ছিল ৮০ শতাংশ।
এদিন সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। আরও কয়েক দিন তাপমাত্রা আরো কমতে পারে বলে তিনি জানান। আজ থেকে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে, যা ২ থেকে ৩ দিন অব্যাহত থাকতে পারে।
কয়েকদিন ধরে শীতের তীব্রতা কিছুটা কমে আসলেও মাঘ মাসের এই শেষ পর্যায়ে আবারও শীত বৃদ্ধি পেয়েছে। ফলে জনজীবনে বিপর্যয় নেমে এসেছে। হিমেল বাতাসের কারণে শরীরে কাঁপুনি ধরিয়ে দেয়। বিশেষত জেলার ছিন্নমূল মানুষ এবং দিনমজুরদের জন্য শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বের হওয়া অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছে।







