চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

সাংবাদিককে গাছের সাথে বেঁধে নির্যাতন

ভারতের মধ্যপ্রদেশের হোশাঙ্গাবাদে ২৫ বছর বয়সী সাংবাদিক প্রকাশ যাদবকে গাছের সাথে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। নির্যাতনের সময় রেকর্ড করা একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, বেশ কিছুদিন আগে ওই সাংবাদিকের সাথে কিছু যুবকের কথা কাটাকাটি হয়। এর জেরে গত ২৫ জানুয়ারি প্রকাশকে একা পেয়ে একটি গাছের সাথে বেঁধে চড়, ঘুষি মেরে লাঞ্ছিত করে অভিযুক্তরা।

Bkash July

ঘটনার সাথে জড়িত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় স্থানীয় পুলিশ।

প্রকাশ যাদব জানান, তিনি টিভি এবং অনলাইন নিউজ বিভাগে কাজ করেন, তিনি  মানাগাঁও থেকে বিজ্ঞাপন সংগ্রহ করার পর মোটরসাইকেলে তার গ্রাম কোটগাঁওতে ফিরছিলেন, তখন নারায়ণ যাদব নামক এক ব্যক্তি তার পথরোধ করে তাকে গত ১ জানুয়ারি ঘটে যাওয়া এক তর্কে জড়িত থাকার অভিযোগ ওঠায়। তিনি আপত্তি করলে তার ভাই নরেন্দ্র যাদব এবং ওম প্রকাশ নামে অন্য একজন তার সাথে যোগ দেয় এবং তাকে গাছের সাথে বেঁধে লাঞ্ছিত করে।

Reneta June

অভিযুক্তদের বিরুদ্ধে লাঞ্ছনা ও অপরাধমূলক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

 

Labaid
BSH
Bellow Post-Green View