চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

অভিযুক্তকে ক্ষমা করে দিয়ে যা বললেন লুবাবা

শিশুশিল্পী সিমরিন লুবাবাকে অন্তর্জালে বুলিংকারী এক ব্যক্তিকে রাজশাহী থেকে আটক

সাইবার বুলিংয়ের অভিযোগে আটক ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছেন শিশু শিল্পী সিমরিন লুবাবা।যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল করছেন এবং মিম বানাচ্ছেন তাদেরও ক্ষমা করে দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২১ নভেম্বর) রাজধানীর মিন্টো রোডে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিশুশিল্পী লুবাবা এ তথ্য জানায়।

Bkash

এরআগে ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, লুবাবার অভিযোগের প্রেক্ষিতে আমরা রাজশাহী থেকে এক বুলিংকারীকে আটক করে নিয়ে এসেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগের একদিন পরই আমাদের সাইবার বিভাগ তাকে আটক করে।

সাংবাদিকদের লুবাবা বলেন, ‘আজকাল আমি সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি। সাইবার জগতে  আমাকে নিয়ে অনেকগুলো ভিডিও বানিয়ে হয়রানি করা হচ্ছে। এসব ভিডিওর মধ্যে একটি খুবই আপত্তিকর ছিল। সেই ভিডিওটির বিষয়ে আমি আম্মু ও আব্বুকে নিয়ে হারুন আংকেলের (ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ) কাছে এসেছিলাম। হারুন আংকেলের কাছে অভিযোগ দেওয়ার পর তিনি দুইদিনও সময় নেননি, সেই মানুষটাকে বের করে ফেলেছেন। এখন সে ডিবি কার্যালয়ে আছে।’

Reneta June

সেই বুলিংকারীকে ক্ষমা করে দিয়েছেন জানিয়ে লুবাবার ভাষ্য, “সে আমার কাছে ক্ষমা চেয়েছে এবং আমি তাকে ক্ষমা করে দিয়েছি। আর যারা এমন কনটেন্ট বানাচ্ছেন, আমাকে ট্রল করছেন এবং মিম বানাচ্ছেন আমি তাদের বলব তারা যেন আর এই কাজ না করেন। আমি তাদেরও ক্ষমা করে দিয়েছি।”

লুবাবা বলেন, ‘আমি ধন্যবাদ জানাই হারুন আংকেলকে ও ডিবির টিমকে। তারা আমাকে অনেক সাহায্য করেছেস। তারা খুবই দ্রুত অভিযুক্তকে বের করে আটক করেছেন।’

সম্প্রতি লুবাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বানানো ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা দেখে কান্নাজড়িত কণ্ঠে একটি বক্তব্য দিয়েছিলেন। সেটি ব্যঙ্গ করে তার বক্তব্যকে ভাইরাল করা হয়।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View