চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

নাভিনকে ‘কোহলি’র নামে দুয়োধ্বনি দেয়া চলছেই

ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি টানা দুর্দান্ত দুটি সেঞ্চুরি করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরকে আইপিএলের প্লে-অফে খেলার স্বপ্ন দেখিয়েছিলেন। গুজরাট টাইটান্সের কাছে শেষ ম্যাচে হেরে অবশ্য টুর্নামেন্ট শেষ করেছে সেরা চারের আগেই। এলিমিনেটর ম্যাচে কোহলি তাই ছিলেন না। না থাকলেও তার নাম পেসার নাভিন-উল-হককে দুয়োধ্বনি দিতে ব্যবহৃত হয়েছে। বুধবার মুম্বাই ইন্ডিয়ান্স ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ম্যাচের ঘটনা সেটি।

ঘটনাটি আফগানিস্তান পেসারের উপর প্রভাব ফেলছে না, বরং ভালো খেলতে উৎসাহিত করছে বলেছেন নাভিন- ‘আমি এটা উপভোগ করছি। আমি পছন্দ করছি যে মাঠে সবাই তার নাম, বা অন্যকোনো খেলোয়াড়ের নাম উচ্চারণ করছে। এটা আমাকে ভালো খেলার জন্য উৎসাহিত করছে।’

Bkash July

‘আমি বাইরের আওয়াজে মনোযোগ দেই না। শুধু ক্রিকেটে মনোযোগ দেই। দর্শকরা দুয়োধ্বনি বা অন্যকিছু বললেও আমাকে প্রভাবিত করে না। একজন খেলোয়াড় হিসেবে সামনে এগিয়ে যেতে হবে। দলের জন্য একদিন ভালো না করলে এই দর্শকই আপনার সাথে এমন করবে। অন্য একদিন দলের জন্য যখন একটি বিশেষ কিছু করবেন, দর্শকরাই আপনার নাম উচ্চারণ করবে।’

ঘটনার রেশ গত ১মে ম্যাচের থেকে এসেছে। সেদিন লক্ষ্ণৌর আফগান পেসার নাভিনের সঙ্গে তর্কে জড়ান কোহলি। সেই ঘটনার জেরে ম্যাচ শেষে হাত মেলানোর সময় লক্ষ্ণৌ কোচ গৌতম গম্ভীরের সঙ্গেও উত্তপ্ত বাক্য বিনিময় হয় কোহলি-নাভিনের। একসময় পরস্পরের দিকে তেড়ে আসতে দেখা যায়। এরপর থেকে যেখানেই লক্ষ্ণৌর ম্যাচ, সেখানেই নাভিনকে ‘কোহলি-কোহলি’ দুয়োধ্বনি দেয়া শুরু করেছে দর্শক।

Labaid
BSH
Bellow Post-Green View