গাজীপুরের পূবাইলে প্রেমিকার ‘আত্মহত্যার’ দুইদিন পর তার প্রেমিকও ‘আত্মহত্যা’ করেছেন বলে দাবি করেছে তার পরিবার ও এলাকাবাসী।
বুধবার ভোর ৪টায় পূবাইলের হারবাইদ এলাকার একটি পেয়ারা গাছ থেকে প্রেমিক ফাহিম হোসেন শান্তর লাশ উদ্ধার করা হয়। তার পিতার নাম খলিলুর রহমান।
এলাকাবাসী জানান, একই এলাকায় তাসমিম তাহসিন আলিফ নামের একটি মেয়ের সঙ্গে ফাহিম হোসেন শান্তর প্রেমের সম্পর্ক ছিল। দুদিন আগে মেয়েটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে তার পরিবারের সদস্যরা জানান। এই খবর পেয়ে বুধবার প্রেমিক শান্তও আত্মহত্যা করেন।
শান্তর পরিবারের সদস্যরা বলেন, ‘তাসমিম আত্মহত্যা করার পর থেকেই শান্ত অন্যরকম আচরণ করতে থাকে। মানসিকভাবে ভেঙে পড়ে সে। আজ ভোরে বাড়ির পাশের একটি পেয়ারা গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
পূবাইল থানার ওসি মহিদুল ইসলাম বলেন, ‘এক যুবক আত্মহত্যা করেছে- এমন সংবাদ পেয়ে তার লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’







