মেয়েদের বিশ্বকাপে চীনকে বিধ্বস্ত করেছে ইংল্যান্ড। ৬-১ গোলে জয় পাওয়া ম্যাচটিতে রেকর্ড গড়েছেন ইংলিশ ফরোয়ার্ড লরেন জেমস। দুই গোল ও তিন অ্যাসিস্টে সরাসরি ৫ গোলে অবদান রেখেছেন তিনি। ছেলে ও মেয়েদের বিশ্বকাপ মিলিয়ে ইংল্যান্ডের প্রথম খেলোয়াড় হিসেবে এমন অর্জন করেছেন তিনি। দিনের আরেকটি ম্যাচে ভিয়েতনামকে ৭-০ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস।
অ্যাডিলেডে চীনের জালে জোড়া গোল করেছেন লরেন জেমস। বাকী চারটি গোল করেছেন অ্যালেসিয়া রুসো, লরেন হেম্প, ক্লো কেলি ও র্যাচেল ডেলি। চীনের হয়ে একমাত্র গোলটি করেছেন ওয়াং শুয়াং। ‘ডি’ গ্রুপ থেকে ৩ ম্যাচের সব কটি জিতে ৯ পয়েন্ট নিয়ে শেষ ষোলোয় উঠল ইংল্যান্ড। মঙ্গলবার শেষ ষোলোর লড়াইয়ে ইংল্যান্ডের প্রতিপক্ষ নাইজেরিয়া।
দিনের অন্য ম্যাচে ডানেডিনে ভিয়েতনামের বিপক্ষে নেদারল্যান্ডসের হয়ে জোড়া গোল করেছেন এসমে ব্রুটস ও জিল রুর্ড। বাকী তিনটি গোল করেছেন কাটজা স্নোইজস, লিকে মার্টেনস ও ড্যানিয়েল ফন ডি ডঙ্ক। জয়ে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসেবে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। রোববার শেষ ষোলোয় ‘জি’ গ্রুপের রানার্সআপ দলের মুখোমুখি হবে ডাচ বাহিনী।
অ্যাডিলেডে ম্যাচের শুরু থেকেই আক্রমণে মেতে উঠে ইংল্যান্ড। চতুর্থ মিনিটে লরেন জেমসের পাস থেকে ইংলিশদের এগিয়ে নেন অ্যালেসিয়া রুসো। ২৬ মিনিটে ব্যবধান বাড়ান লরেন হেম্প। ইংলিশদের দ্বিতীয় গোলটিও আসে জেমসের পাস থেকে। ৪১ মিনিটে ইংল্যান্ডের হয়ে তৃতীয় গোলটি করেন জেমস। ৩-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় তারা।
বিরতির পর একটি গোল শোধ করে চীন। ৫৭ মিনিটে পেনাল্টি থেকে চাইনিজদের একমাত্র গোলটি এনে দেন ওয়াং শুয়াং। ৬৫ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন লরেন। ৭৭ মিনিটে জেমসের বাড়ানো বল থেকে ইংলিশদের পঞ্চম গোলটি এনে দেন ক্লো কেলি। ৮৪ মিনিটে ষষ্ঠ গোলটি করেন র্যাচেন ডেলি।
অন্যদিকে, ডানেডিনে ভিয়েতনামকে পাত্তাই দেয়নি নেদারল্যান্ডস। প্রথমার্ধেই ৫টি গোল আদায় করে নেয় তারা। ৮ মিনিটে প্রথম গোলটি এনে দেন লিকে মার্টেনস। তিন মিনিট পরে ব্যবধান দ্বিগুণ করেন কাটজা স্নোইজস। ৭ মিনিট পর নিজের প্রথম গোলটি আদায় করেন এসমে ব্রুটস। ২৩ মিনিটে ডাচদের চতুর্থ গোলটি এনে দেন জিল রুর্ড। ৪৫ মিনিটে পঞ্চম গোলটি করেন ফন ডি ডঙ্ক। ৫-০ গোলে লিড নিয়ে বিরতিতে যায় নেদারল্যান্ডস।
বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ভিয়েতনাম। গোল শোধ না করতে পারলেও দ্বিতীয়ার্ধে গোল হজম করেছে দুটি। ৫৭ মিনিটে এসমে ব্রুটস তার দ্বিতীয় গোলটি করেন। ৮৩ মিনিটে ব্রুটসকে অনুসরণ করেন রুর্ড। নিজের জোড়া গোল আদায় করে ভিয়েতনামকে চলতি আসরের সবচেয়ে বড় পরাজয়টি দেখান। এর আগে জার্মানির বিপক্ষে ৬-০ গোলে হেরেছে মরক্কো।







