ইতালিয়ান সিরি আ’তে ভালো সময় পার করছে আটালান্টা, অ্যাডেমোলা লুকম্যানের গোলে লিগে নবম জয়ের দেখা পেয়েছে দলটি। নাপোলিকে সরিয়ে টেবিলের শীর্ষ দখল করেছে। সবশেষ শুক্রবার রাতে এসি মিলানকে হারিয়ে টানা জয় তুললো আটালান্টা।
ঘরের মাঠ গিউইস স্টেডিয়াম আগে এগিয়ে যায় আটালান্টা। প্রথম গোল আসে বেলজিয়াম মিডফিল্ডার চার্লস ডি কেটেলারের থেকে। সমতায় ফেরাতে খুব একটা সময় নেননি স্পেনের ইউরোজয়ী অধিনায়ক আলভারো মোরাতা। ২২ মিনিটে তার গোলে সমতায় আসে সফরকারীরা।
খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে কর্নার থেকে দারুণ এক ক্রসে আটালান্টার জয় নিশ্চিত করেন অ্যাডেমোলা লুকম্যান। ঘরের মাঠে জয় নিয়ে ৩৪ পয়েন্টে শীর্ষে উঠেছে দলটি। দুইয়ে নাপোলির পয়েন্ট ৩২, তিনে ইন্টার মিলানের পয়েন্ট ৩১।
জয়সূচক গোলদাতা লুকম্যান পরে বলেছেন, ‘লিগে ভালো করছে এমন একটি শক্তিশালী দলের বিপক্ষে এটি গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা ভালো পারফর্ম করেছি, তিন পয়েন্ট পেয়েছি এবং এভাবেই আমাদের সময় যাচ্ছে। মনে করি ম্যাচ ধরে আমরা যেভাবে খেলি সেভাবেই খেলতে থাকব। আমরা একটি দল হিসেবে নিজেদের বিশ্বাস রাখছি, তাই এভাবে চালিয়ে যাচ্ছি।’








