‘ক্লোজআপ ওয়ান’ তারকা সংগীত শিল্পী লিজা বিয়ে করেছেন। যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী সবুজ খন্দকারের সঙ্গে লিজা তার বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন।
তবে বিয়ের রেজিস্ট্রি এ বছর নয়, গত বছর ঘরোয়া আয়োজনে সম্পন্ন করেছেন বলেই জানালেন লিজা।
বিয়ে নিয়ে এরআগে মুখ না খুললেও লিজার সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে তার বর সবুজকে দেখা গেছে। এমনকি লিজার হোয়াটসঅ্যাপের প্রোফাইল ছবিটিও এই সবুজ খন্দকারের সঙ্গে!
খোঁজ নিয়ে জানা গেছে, যুক্তরাষ্ট্রে স্টেজ শো করতে গিয়ে বছর আটেক আগে ব্যবসায়ী সবুজ খন্দকারের সঙ্গে পরিচয় হয় লিজার। তাদের দুজনকে যুক্তরাষ্ট্রে একসঙ্গে ঘুরতেও দেখা গেছে। বছরখানেক ধরে বাংলাদেশেও সবুজকে নিয়ে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে হাজির হন লিজা।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে লিজা জানালেন, ঘরোয়াভাবে দুই পরিবারের সম্মতিতে হয়ে গেছে বিয়ের রেজিস্ট্রি। তারা চেয়েছিলেন, শোবিজের বন্ধু ও সহকর্মীদের নিয়ে বিবাহোত্তর সংবর্ধনা আয়োজনের। কিন্তু রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় সে সিদ্ধান্ত থেকে আপাতত সরে এসেছেন!
ছবি: শিথিল রহমান
বিজ্ঞাপন