চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘আমাদের নিজেদেরকে নতুন করে আবিষ্কার করতে হবে’

লিভারপুলের হারে ক্লপের উপলব্ধি 

চ্যাম্পিয়ন্স লিগের গত আসরের ফাইনালে রিয়াল মাদ্রিদের সঙ্গে দারুণ লড়াই করেছিল লিভারপুল। একমাত্র গোলে হেরে রানার্সআপ হওয়া দলটি চার মাস পর এবারের আসরের শুরুতে রীতিমতো মুখ থুবড়ে পড়ল। নাপোলির কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়ে মাঠ ছাড়ে অলরেডরা।

দলের পারফরম্যান্স নিয়ে বেশ হতাশ লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। ম্যাচ শেষে জানিয়েছেন নিজের প্রতিক্রিয়া। নাপোলির ভালো খেলার কথাও তিনি স্বীকার করেন।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

‘এটা মেনে নেয়া সত্যিই কঠিন। খেলাটি দেখে থাকলে পরাজয়ের কারণ ব্যাখ্যা করা এতটা কঠিন নয়। প্রথমত নাপোলি আসলেই ভালো খেলেছে। আমরা ভালো খেলিনি। এটাই পরাজয়ের প্রথম ব্যাখ্যা। আমরা প্রথমার্ধে খারাপ খেলেছি। তবে সাধারণত আমরা তিন গোল হজম করি না। মনে হচ্ছে আমাদের নিজেদেরকে নতুন করে আবিষ্কার করতে হবে। অনেক কিছুর অভাব রয়েছে।’

‘ফুটবলে সবসময় সমাধান থাকে। আমরা যথেষ্ট ভালো খেলি না। সেই কারণেই আমরা ম্যাচ হারি। তাতে আমার দায় আছে। বিষয়টা নিয়ে ভাবার জন্য আমার সময় দরকার।’

স্কোয়াডে একের পর এক ইনজুরি ক্লপকে দুশ্চিন্তায় ফেলেছে। বায়ার্ন মিউনিখে সাদিও মানে চলে যাওয়ায় স্ট্রাইকিং পজিশনে অভাব টের পাওয়া যাচ্ছে। এমতাবস্তায়, নতুন পরিকল্পনার যে বিকল্প নেই, সেটি ভালোই টের পাচ্ছেন জার্মান কোচ।

ইংলিশ প্রিমিয়ার লিগেও লিভারপুলের অবস্থা বেশ খারাপ। গত মৌসুমে ম্যানচেস্টার সিটির থেকে মাত্র এক পয়েন্ট পিছিয়ে থাকায় শিরোপা হাতছাড়া হয়েছিল। অথচ এবার ৬ ম্যাচে ২ জয়, ৩ ড্র ও এক হারে ৯ পয়েন্ট নিয়ে তারা টেবিলের সাত নম্বরে অবস্থান করছে।

আগামী শনিবার উলভারহ্যাম্পটনের বিপক্ষে লিগ ম্যাচে খেলবে অলরেডরা। প্রতিপক্ষ সেদিন লিভারপুলের জয়ের হাসি থামাতে পারবে না বলেই দাবি করেছেন ক্লপ। তবে তিনি এও জানালেন, ঠিকঠাকভাবে আগে দল সাজাতে হবে।