এক অস্ট্রেলিয়ান নারীর মস্তিষ্কে ৮ সেন্টিমিটার বা তিন ইঞ্চি লম্বা একটি জীবিত লাল কৃমি পাওয়া গেছে। অস্ত্রোপচারের মাধ্যমে ফ্রন্টাল টিস্যু থেকে ‘স্ট্রিং-এর মতো গঠন’ কৃমিটি বের করা হয়েছে বলে জানিয়েছেন ডাক্তার। বিজ্ঞানীরা বলেছেন, এটি পৃথিবীর ইতিহাসে প্রথম কোনো ঘটনা।
মঙ্গলবার ২৯ আগস্ট ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রকাশিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, এই ‘লাল পরজীবী ব্রেনে দুই মাসের মতো থাকতে পারে।’
প্রতিবেদনে বলা হয়, এই ঘটনার পর গবেষকরা সতর্ক করে বলেন, প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রমণ এটি ভবিষৎ বিপদের সতর্কতা। মানুষকে আরও বেশি সচেতন হতে হবে।
ক্যানবেরা হাসপাতালের চিকিৎসক সঞ্জয় সেনানায়েক বলেন, যখন সার্জন একটি জীবিত লাল পরজীবী মস্তিষ্ক থেকে বের করছিলেন, তখন সেই অপারেশন থিয়েটারে থাকা প্রত্যেকে আশ্চার্য হয়েছিলেন। তিনি বলেন, ‘এমন সংবাদ এর আগে কখনো জানা যায়নি। এমন সংক্রমণ এটিই প্রথম।’
বিজ্ঞানীরা বলছেন, মহিলাটি সম্ভবত তার বসবাসের কাছাকাছি একটি হ্রদের পাশে এক ধরণের দেশীয় ঘাস ‘ওয়ারিগাল গ্রিনস’ সংগ্রহ করে থাকেন। যার ফলে তাকে রাউন্ডওয়ার্মটি ধরেছিল এবং ধীরে ধীরে ব্রেইন সংক্রমিত হয়।








