অ্যাশেজে দ্বিতীয় টেস্টে লর্ডসে পায়ের চোটে পড়েছিলেন নাথান লায়ন। বৃহস্পতিবার পার্থে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট দিয়ে ফিরছেন অস্ট্রেলিয়ার অফস্পিনার। তার আগে ভারতের অফস্পিনার রবীচন্দ্র অশ্বিনের ভূয়সী প্রশংসা করেছেন অজি তারকা।
লায়ন এবং অশ্বিন, দুই অফস্পিনারের মধ্যে একজনকে বেছে নিতে বললে হয়ত বিশ্লেষকরা দুভাগ হয়ে যাবেন। তবে লায়নের মধ্যে এমনকিছু নেই, তিনি অশ্বিনকে কোচের মতো দেখেন।
প্রথম টেস্টের আগে লায়ন বলেছেন, ‘অশ্বিনকে দেখেন, একজন বিশ্বমানের বোলার এবং ক্যারিয়ারে প্রথমদিক থেকেই তাকে দেখে আসছি। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন পরিবেশে আমরা একে অপরের বিপক্ষে খেলেছি। তার বিপক্ষে শ্রদ্ধা ছাড়া আর কিছুই নেই আমার। অবশ্যই, তার থেকে শিখেছি।’
‘যাদের বিরুদ্ধে খেলেন, তাদের কাছে শেখার সুযোগ রয়েছে এবং এটি না জেনেই সম্ভবত তিনি আমার সবচেয়ে বড় কোচদের একজন। এটা সত্যিই অসাধারণ যে, আমরা ৫০০ উইকেটের মাইলফলক অতিক্রম করেছি এবং দেখা যাক সেটা কোথায় গিয়ে থামে। আশা করছি ক্যারিয়ার শেষে আমরা একসাথে বসতে পারব এবং বিয়ার খেতে খেতে এগুলো নিয়ে আলোচনা হবে।’
অশ্বিনকে নিয়ে লায়নের এমন প্রশংসার পর মুখ খুলেছেন ভারতীয় টিভি ধারাভাষ্যকার হার্শা ভোগলে। লায়নের প্রসঙ্গ টেনে লিখেছেন, ‘আমি প্রায়ই ভাবি, বাকি পৃথিবী অশ্বিনকে নিয়ে উচ্চ ধারণা পোষণ করলেও ভারত সেটা করে না।’








