চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ভালো আছেন আফজাল হোসেন, শারীরিক অবস্থার উন্নতি

আফজাল হোসেনের শারীরিক অবস্থা এখন আগের চেয়ে ভালো

KSRM

নিউমোনিয়া আক্রান্ত হাসপাতালে চিকিৎসাধীন কিংবদন্তী অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন বর্তমানে ভালো আছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

আফজাল হোসেনের ঘনিষ্ট বন্ধু প্রখ্যাত শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, আফজাল হোসেনের শারীরিক অবস্থা এখন আগের চেয়ে ভালো। আশা করছি আজ বা কালের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পাবেন।

Bkash

এরআগে সোমবার (৪ সেপ্টেম্বর) রাতে শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়।

মঙ্গলবার থেকে ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ ওয়েব ফিল্মের শুটিং করার কথা ছিল আফজাল হোসেনের। নিজের জীবনের গল্পে সিনেমাটি নির্মাণ করছেন শিহাব শাহীন। আফজাল হোসেনের অসুস্থ হওয়ার খবরে আপাতত শুটিং বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিহাব।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View