
হংকংয়ে অনুষ্ঠিতব্য মেয়েদের ইমার্জিং এশিয়া কাপের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টিম টাইগ্রেসকে নেতৃত্ব দেবেন জাতীয় দলের সিনিয়র ক্রিকেটার লতা মন্ডল। সোবহানা মোস্তারিকে করা হয়েছে সহ-অধিনায়ক।
স্কোয়াডে জায়গা পাওয়া অধিকাংশ ক্রিকেটারই জাতীয় দলের অংশ। নতুনদের মধ্যে উঠে এসেছেন সাথি রানী।
আগামী ১০ থেকে ২২ জুন হংকংয়ে বসবে আসরটি। বাংলাদেশ দল ঢাকা ছাড়বে ১০ জুন। স্থানীয় ক্রিকেটাররা এখন ঢাকা প্রিমিয়ার লিগ খেলছেন।
বাংলাদেশ ইমার্জিং দল: লতা মন্ডল (অধিনায়ক), সোবহানা মোস্তারি (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম, সানজিদা আক্তার মেঘলা, দিশা বিশ্বাস, রাবেয়া, স্বর্ণা আক্তার, রুবাইয়া আক্তার ঝিঝিল
সুলতানা খাতুন, মারুফা আক্তার, দিলারা আক্তার, সাথি রানী।