চ্যানেল আইয়ের প্রধান কার্যালয়ে ‘বৃক্ষমানব’ খ্যাত অভিনেতা আহমেদ রুবেলকে শেষবারের মতো শ্রদ্ধা জানানো হয়েছে। এদিন বাংলাদেশ শিল্পকলায় তাকে শেষ শ্রদ্ধা জানানোর পর দুপুর ১২টা ৫০ মিনিটে চ্যানেল আইয়ের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
দুপুর ১টা ৫ মিনিটে চ্যানেল আই প্রাঙ্গণে জানাজা সম্পন্ন হয় অসংখ্য কালজয়ী নাটক ও সিনেমার এই অভিনেতার। চ্যানেল আই চত্বরে তার জানাজায় অংশ নেন সংস্কৃতি অঙ্গনের মানুষেরা।
শেষবারের মতো গুণী এই অভিনয়শিল্পীকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, সংগীতশিল্পী খুরশীদ আলম, নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, আফসানা মিমি, শহীদুল আলম সাচ্চু, প্রসুন রহমান, আহসান হাবিব নাসিম, জাকীয়া বারী মম সহ নাটক ও সিনেমার পরিচিত মুখ।
জানাজা অনুষ্ঠিত হওয়ার আগে শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান ফরিদুর রেজা সাগর। এসময় আহমেদ রুবেলের আত্মীয়স্বজনদের মধ্যে অনেকেই উপস্থিত ছিলেন। জানাজা শুরুর আগে সবার উদ্দেশে কথা বলেন আহমেদ রুবেলের ভগ্নিপতি।
তিনি জানান, শুক্রবার (৯ ফেব্রুয়ারি) জুম্মার নামাজের পর গাজীপুরের উত্তর ছায়াবীথি, জোড় পুকুর মসজিদে হবে মিলাদ।
চ্যানেল আই থেকে সোয়া ১টার দিকে আহমেদ রুবেলের মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি গাজীপুরের উদ্দেশে রওনা হয়। সেখানে আসরবাদ উত্তর ছায়াবীথি জোড় পুকুর মসজিদে হবে তার দ্বিতীয় নামাজে জানাজা। এরপর পারিবারিক কবরস্থানে হবে দাফন।
বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের অভিনীত ‘পেয়ারার সুবাস’ ছবির উদ্বোধনী শো’তে উপস্থিত থাকার কথা ছিলো আহমেদ রুবেলের। শো’তে যোগ দিতে বসুন্ধরা শপিং মলের বেজমেন্টে গাড়ি থেকে নামার সময় পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন রুবেল। পরে একটি বেসরকারি হাসপাতালে নিলে সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মঞ্চ ও টিভি নাটক দিয়ে অভিনয় যাত্রা শুরু হলেও তার ঝুলিতে আছে বেশকিছু মননশীল সিনেমা। চন্দ্রকথা, ব্যাচেলর, মেঘলা আকাশ, দ্য লাস্ট ঠাকুর, শ্যামল ছায়া, অলাতচক্র, লাল মোরগের ঝুঁটিতে তার অভিনয় স্মরণীয় হয়ে থাকবে। তার অভিনীত নূরুল আলম আতিক পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পেয়ারার সুবাস’ আগামি ৯ ফেব্রুয়ারি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।








