উত্তর তানজানিয়ায় বন্যার কারণে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ৪৭ জন নিহত এবং ৮৫ জন আহত হয়েছেন, স্থানীয় একজন কর্মকর্তা বলেছেন হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
সংবাদ মাধ্যম দ্যা গার্ডিয়ান জানিয়েছে, গতকাল (৩ ডিসেম্বর) রোববার সন্ধ্যা পর্যন্ত তানজানিয়ায় বন্যার কারণে সৃষ্ট ভূমিধসে মৃতের সংখ্যা ৪৭ জনে পৌঁছেছে এবং ৮৫ জন আহত হয়েছেন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন স্থানীয় কর্মকর্তারা।
স্থানীয় কর্মকর্তারা জানান, এলাকার অনেক রাস্তা কাদা, পানিএবং ভেঙ্গে পড়া গাছ ও পাথর দ্বারা অবরুদ্ধ হয়েছে। পশুসম্পদও ভেসে গেছে বলে জানা গেছে।
তানজানিয়ার রাষ্ট্রপতি সামিয়া সুলুহু হাসান কপ ২৮ জলবায়ু সম্মেলনের জন্য দুবাইয়ে অবস্থান করছেন। সেখান থেকে তিনি এই দুর্ঘটনার জন্য সমবেদনা জানিয়েছেন এবং তিনি উদ্ধারকাজে আরও সরকারী প্রচেষ্টা স্থাপনের নির্দেশ দিয়েছেন।
তানজানিয়া ছাড়াও আফ্রিকার দেশ সোমালিয়া এবং ইথিওপিয়ায় এল নিনোর প্রভাবে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এই বন্যায় সোমালিয়ায় ৯৬ জন মারা গেছেন এবং ৭ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।







