এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ইউরোতে সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে রাতে স্বাগতিক জার্মানির বিপক্ষে নামছে স্পেন। তার আগে স্পেনের ওয়ান্ডার কিড কৈশোর না পেরোনো লামিন ইয়ামালের বুট নিয়ে আলোচনা তুঙ্গে। যে বুটে আছে তিন দেশের পতাকা। ইউরোর এ আসরের সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের এমন কাজের রহস্যও খোলাসা হয়ে গেছে।
গ্রুপপর্বে ক্রোয়েশিয়ার বিপক্ষে ১৬ বছর ৩৩৮ দিন বয়সে মাঠে নেমে সর্বকনিষ্ঠের রেকর্ড করা ইয়ামালের বুটে মরক্কো ও গিনির পতাকা দেখা গেছে, সঙ্গে স্পেনের পতাকা তো আছেই। কারণটা এমন, লামিনের বাবা ও মায়ের দেশ আলাদা এবং তাদের জন্মভূমির প্রতি সম্মান জানাতে বার্সেলোনার রাইট উইঙ্গার এমন পথ বেছে নিয়েছেন।
এ সম্পর্কে মরক্কো ফুটবল ফেডারেশনের সভাপতি ফৌজি লেকজা জানিয়েছেন, ‘২০২৩ সালে আমরা তার এবং পরিবারের কাছে বার্তা পাঠিয়েছিলাম মরক্কোর হয়ে খেলার জন্য, কিন্তু সে ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে স্পেনের হয়ে খেলার। স্পেন এবং মরক্কোর দুই ভাগের দূরত্ব ১৪ কিমি এবং এটা সাধারণ বিষয়ের মতো ঘটেছে। আমি তার সিদ্ধান্তের প্রতি সম্মান জানাই।’
মরোক্কান বাবা ও গিনিয়ান মা, তারা দুই দেশের হলেও লামিনের জন্ম স্পেনে, বার্সেলোনায়। মাত্র ১৫ বছর বয়সে কাতালুনিয়ার ক্লাবটিতে অভিষেক হয় তার। লা লিগা শিরোপা জেতা তারকা স্পেনের হয়ে ১১ ম্যাচ খেলে ফেলেছেন।








